রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যদি কখনো মনে পড়ে, স্কালপেলের আঁচড়ে লিখে নিও ‘‘নীরব অভিমানের গল্প”

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

সুপ্রিয় সুদর্শন,

কেমন আছো? আশা করি ভালোই আছো। কারণ আমাকে ছাড়া ভালো থাকতে পারো বলেই তো ছেড়ে গিয়েছিলে। আমি মেনে নিয়েছিলাম। আমি জানতাম আমার চিরজীবন কাঁদতে হবে। হয়তো তোমায় ভালোবেসে ছিলাম তাই। তোমার কি মনে পড়ে, আমাদের ভালোবাসার একটা নাম ছিল- ‘জলকাব্য’! কোনো এক গোধূলিবেলায় হাসপাতালে তোমার সাথে প্রথম পরিচয়। নিজ শহরে প্রত্যাবর্তনের পর তোমায় আমি সর্বপ্রথম আমার পাশে পেয়েছি। এই শহরে তুমি আমার একটা নতুন পরিচয় দিয়েছো, নতুনভাবে বাচঁতে শিখিয়েছো। সময়ের সাথে ধীরে ধীরে একটা সূক্ষ্ম মায়ায় জড়িয়ে গেলাম, আমার মতো কঠিন মানুষটাও ভালোবাসতে শিখে গেলো। 

কিন্তু মানুষ বদলায়, তাই তোমার পরিবর্তনের সাথে সাথে আমার মতো নির্ভীক মানুষটাও ভয় পেতে লাগলো, তোমাকে হারানোর ভয়ে। একসময় সত্যি হারিয়ে ফেললাম। তুমি জানো, এই পৃথিবীতে একটাই তুমি, যাকে আমি পাগলের মতো ভালোবাসি। কারণ ভালোবাসতে তো তুমিই শিখিয়েছিলে। 

অভিমানের প্রেসক্রিপশনে আজও মেডিসিনের জায়গাটুকু খালি আছে তোমার ভালোবাসার জন্য। যদি কখনো মনে পড়ে তবে স্কালপেলের আঁচড়ে লিখে নিও ‘‘নীরব অভিমানের গল্প ” 

——ইতি

এক অপ্রেমিকা

আরও পড়ুন : মহুয়া, তোমার চেয়ে সুন্দর কিছু নেই, যাকে তোমার মতো করে ভালোবাসা যায়


এস/ আই. কে. জে/ 

ভালোবাসি সুপ্রিয় সুদর্শন প্রেসক্রিপশন মেডিসিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন