ছবি: সংগৃহীত
এক দিকে অস্ট্রেলিয়ার সামনে লিড বাড়ানোর সুযোগ, অন্য দিকে ইংল্যান্ডের তোড়জোর সমতায় ফেরার। অ্যাশেজের পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে এমনই সমীকরণ নিয়ে মাঠে নামছে দুদল।
বুধবার (২৮ জুন) বিকেল ৪টায় লর্ডসে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রথম টেস্টটি ২ উইকেটে জিতে এগিয়ে রয়েছে অজিরা। এবার তারা লিড বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচটিতেও জয়ের জন্য মুখিয়ে রয়েছে।
প্রথম টেস্টের আগে ‘বাজবল’ থিওরি কাজে লাগাতে পারেনি ইংলিশরা। উল্টো ম্যাচ হেরে সমালোচনার মুখে পড়েছিল দলটি। তাদের এই ‘বাজবল’ থিওরির বিপরীতে দাঁড়িয়ে সফলতার মুখ দেখেছে অস্ট্রেলিয়া। তবে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও নিজেদের থিওরি থেকে ইংল্যান্ড যে সরে আসছে না, তা আগেই ইঙ্গিত করা হয়েছে দলটির পক্ষ থেকে।
ছবি: সংগৃহীত
এ দিকে অবসর ভেঙে আবারও টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন মঈন আলি। তবে প্রথম অ্যাশেজে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তার জায়গায় ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন জশ টং।
রুদ্ধশ্বাস অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটে হেরেছে ইংল্যান্ড। সেই ম্যাচে একমাত্র স্পিনার ছিলেন মঈন আলি। তবে প্রথম ইনিংসে বোলিংয়ের সময়ে ডান হাতের তর্জনীতে চোট পান ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। যার কারণে লর্ডস টেস্টে খেলতে পারবেন না তিনি।
এছাড়া ঐতিহাসিক লর্ডসে দুইটি রেকর্ডের হাতছানি রয়েছে অজি স্পিনার নাথান লায়নের সামনে। লর্ডস টেস্টে একাদশে জায়গা পেলেই একটি রেকর্ডে নাম লেখাবেন লায়ন। টানা ১০০ টেস্ট ম্যাচ খেলার কীর্তি গড়বেন অজি এই স্পিনার। ওল্ড ট্রাফোর্ডে ২০১৩ এর অ্যাশেজ টেস্ট থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রতিটি লাল বলের ম্যাচে এক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই অজি ক্রিকেটার।
আরো পড়ুন: গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ
শুধু তাই নয়, আরেকটি রেকর্ডে নাম লেখাতে পারেন লায়ন। টেস্ট ক্রিকেটে নাথান লায়নের উইকেট সংখ্যা ৪৯৫। আর মাত্র ৫ উইকেট পেলেই প্রবেশ করবেন ৫০০ উইকেটের ক্লাবে। লাল বলের ক্রিকেটে অষ্টম ক্রিকেটার হিসেবে এই অর্জনে নাম লেখাবেন অস্ট্রেলিয়ার এই অফ স্পিনার।
এম/