ফাইল ছবি
বলিউডের তিন খান যেন ভারতের চলচ্চিত্র জগতের তিনটি স্তম্ভ। অভিনয় জগতেও প্রায় একসাথে ক্যারিয়ার শুরু করেছিলেন শাহরুখ খান, আমির খান এবং সালমান খান। তবে বলিউড জগতের একটি অংশের দাবি, আমির খানের সাথে শাহরুখ খানের সম্পর্ক মধুর নয়।
গুঞ্জন রয়েছে, শাহরুখ খানের দেওয়া উপহারও ব্যবহার করেননি আমির খান। আমির খান এব্যাপারে নিজেই বলেছেন, শাহরুখ খানের দেওয়া একটি ল্যাপটপ তার বাড়িতে ৫ বছর অব্যবহৃত অবস্থায় পড়েছিল।
১৯৯৬ সালে শাহরুখ ও আমির একসাথে আমেরিকা এবং ব্রিটেন ট্যুরে যান। সেখানে আমিরকে একটি ল্যাপটপ উপহার দেন শাহরুখ। তবে সেই ল্যাপটপ কোন দিনই ব্যবহার করেননি আমির। বন্ধ অবস্থায় ল্যাপটপটি তার বাড়িতে দীর্ঘ ৫ বছর পড়েছিল।
তবে এ ব্যাপারে আমির দাবি করে বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাঁর দূর দূরান্তের সম্পর্ক। এ ব্যাপারে খুব একটা খোঁজ খবরও রাখেননা তিনি। আর এসবের কিছু তেমন বুঝেনও না। তবে শাহরুখ এব্যাপারে যথেষ্ট সচেতন। শাহরুখ বারবার তাকে কম্পিউটার কিনতে বলছিল। কিন্তু তিনি তা কেনার প্রয়োজন মনে করেননি। আমেরিকা এবং ব্রিটেন ট্যুরে গিয়ে নিজের জন্য একটি ল্যাপটপ কেনেন শাহরুখ। সেসময় তাকেও ল্যাপটপ কিনতে বলেন। তবে তিনি এতে অনীহা প্রকাশ করেন। শাহরুখ খান সেসময় তাকে কিছু কেনার জন্য জোর করতে থাকেন এবং তাকে ল্যাপটপ ও কম্পিউটারের উপকারিতা বোঝাতে থাকেন।
সেসময় আমির খান বলেন, ‘‘তুমি তোমার জন্য যা কিনছ, আমার জন্যও তা নিয়ে নাও।’’
পরে শাহরুখ নিজের জন্য একটি ল্যাপটপ কেনেন এবং আমিরকেও একটি ল্যাপটপ কিনে উপহার দেন। তবে শাহরুখের উপহার হিসাবে দেওয়া ল্যাপটপটি কখনও ব্যবহার করেননি আমির। আমির খান এ ব্যাপারে বলেন, “তিনি ল্যাপটপের প্রযুক্তির সঙ্গে সড়গড় নন বলেই তা ব্যবহার করেননি।”
আমির জানান, ল্যাপটপটি বহু বছর পড়ে থাকতে দেখায় শেষ পর্যন্ত তার ম্যানেজার তা ব্যবহার করার অনুমতি চান তার কাছে। তিনি অনুমতি দিলে পাঁচ বছর পর প্রথমবার তার ম্যানেজার ল্যাপটপটি চালু করার চেষ্টা করেন। কিন্তু ল্যাপটপটি তখন কোনও ভাবেই চালু করা যায়নি। কারণ এত বছর বন্ধ থাকার ফলে তা অচল হয়ে গিয়েছিল বলে দাবি করেন আমির।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন