সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রাবন্তীর জীবনে এলো নতুন সঙ্গী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

কাজের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সক্রিয় পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়েও রয়েছে বেশ সমালোচনা। একাধিকবার ঘর বাঁধলেও, কিছুদিন না পেরোতেই বেজে উঠেছে বিচ্ছেদের সুর।

তবুও নিজের মতো করেই এগিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি শ্রাবন্তীর জীবনে এসেছে নতুন সঙ্গী। শুধু তাই নয়, দুজনের আদুরে ছবিও প্রকাশ্যে এনেছেন এই নায়িকা।

পরনে রাতপোশাক। ঘুম থেকে উঠেই যে ছবিটি তুলেছেন নায়িকা। তা তাঁর ইনস্টাগ্রাম পোস্টেই স্পষ্ট। ঘুম থেকেই উঠেই আদুরে মেজাজে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় ঢুঁ দিলে দেখা যাবে কখনও তিনি ঘুরতে যাচ্ছেন বিদেশে। কখনও আবার প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে বৃহস্পতিবার যে এমন নতুন চমক আসবে, সেটা হয়তো অনেকেই আশা করেননি।


চট্টোপাধ্যায় পরিবারে এল নতুন সদস্য। জীবনের নতুন সদস্যকে প্রকাশ্যে আনলেন নায়িকা নিজেই। যদিও এমনিতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে উৎসাহী নন অভিনেত্রী। তবে নতুন সদস্যকে পেয়ে যে খুবই খুশি তিনি তা বোঝা যাচ্ছে তাঁর ছবিতেই।

আরো পড়ুন:ভারতে শুটিংয়ের অনুমতি পেলো ‘কবি’

শ্রাবন্তী এমনিতেই পোষ্যপ্রেমী। তাঁর বাড়িতে এত দিন তিনটি পোষ্য ছিল। এবার যুক্ত হল আরও এক। নায়িকার কোলে তাঁর নতুন সদস্যকে দেখে খুশি ইন্ডাস্ট্রির অনেকেই।

মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় অনেকেই মন্তব্য করেছেন। শ্রাবন্তী আদুরে ছবি পোস্ট করে লিখেছেন, “আমার রূপকথার গল্পের পরিবারে তোমায় স্বাগত।” মিমি, শুভশ্রীরাও সমান উত্তেজিত।

মিমির প্রশ্ন, তাঁর নতুন সন্তানের কী নাম রেখেছেন নায়িকা? তাঁর এই নতুন সদস্যের নাম ‘রোজ়’। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে আপাতত ছেলে, বন্ধু এবং পোষ্যদের নিয়ে নিজের সংসার গোছাচ্ছেন শ্রাবন্তী।

এসি/ আই.কে.জে/

শ্রাবন্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন