শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি

শ্রীলেখা মিত্রের নতুন রিল ভিডিও নিয়ে চর্চা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সাদা পর্দা দিয়ে ঘেরা চারিদিক। বাড়িতেই শাড়ি পরে সেজেগুজে রিল ভিডিয়ো পোস্ট করলেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রী ফিরে গেলেন ৫৬ বছর আগে। ১৯৬৭ সালের সেই বিখ্যাত ছবি ‘জুয়েল থিফ’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দেব আনন্দ এবং বৈজয়ন্তীমালা। সেই ছবির বিখ্যাত গান ‘হোটো মেঁ অ্যাইসি বাত’। 

গানটি গেয়েছিলেন ভূপিন্দর সিংহ, লতা মঙ্গেশকর। সেই গানেই ঠোঁট মেলালেন শ্রীলেখা। ইনস্টাগ্রামে পোস্ট করলেন ভিডিও। হালকা খয়েরি শাড়ির সঙ্গে মানানসই মেকআপ করে, দু’দিকে খোঁপা করে, কানের দুল, গাঢ় রঙের লিপস্টিক পরে দেখা গেল অভিনেত্রীকে। ভিডিও পোস্ট করে শ্রীলেখা লেখেন, “ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড।”

সাধারণত খুব যে রিল ভিডিও তৈরি করেন শ্রীলেখা তেমনটা নয়। যদিও ফেসবুকে খুবই সক্রিয় অভিনেত্রী। কিন্তু ইনস্টাগ্রামে সচরাচর ভিডিও পোস্ট করতে দেখা যায় না। তাই অভিনেত্রীর এই ভিডিও দেখে অবাক অনেকেই।

তুলনাও শুরু হয়েছে রীতিমতো। ভিডিওতে মন্তব্যে বাক্স ভরে গিয়েছে। তারই মধ্যে এক জন লিখেছেন, “বাজারে স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রতিযোগী একটাই।” এই মন্তব্যের উত্তরে আরও বেশ কিছু মন্তব্য দেখা গিয়েছে। অনেকেই লিখেছেন, “ঠিক।”

আরো পড়ুন: চুমু নিয়ে গোপনীয়তা ফাঁস করলেন রাবিনা!

সত্যিই কি স্বস্তিকার সঙ্গে প্রতিযোগিতা করতে পারবেন শ্রীলেখা? যদিও এই তুলনা আগেও এসেছে বহু বার। সে ক্ষেত্রে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি কখনও এ বিষয়ে বিশ্বাস করেন না। মানুষ নানা ধরনের মন্তব্য রটায়। কিন্তু এমন সব মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন তিনি।

বেশ অনেক দিন হল ‘পারিয়া’ ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। নতুন কিছু শুরু করার খবর এখনও শোনা যায়নি। তবে নিজের মতো করে ছবি তৈরির ইচ্ছা শ্রীলেখার। সঠিক প্রযোজক পেলেই শুরু করবেন পরিচালনার কাজ।

এসি/  আই.কে.জে

শ্রীলেখা মিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250