শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি

সাকিবের মতো অলরাউন্ডার আর নেই:নাজমুল হাসান পাপন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রায় ১৭ বছর কাটিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। লম্বা সময়ে দেশের ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি পুরোটা জুড়েই পারফর্ম করে গেছেন এই অলরান্ডার। দেশের ক্রিকেটকে অসংখ্য আনন্দের উপলক্ষ এনে দেয়া তারকা এই ক্রিকেটার নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে। ব্যাটিং ও বোলিংয়ে তিন ফরম্যাটেই এত ধারাবাহিক ক্রিকেটার মেলা সত্যিই বেশ কঠিন।

বাংলাদেশের হয়ে বরাবরই দুর্দান্ত পারফর্মার সাকিব। দলের ম্যাচজয়ে সাকিব অবদান রাখেন না এমনটা খুব কম সময়ই দেখা যায়। সবশেষ এক যুগে সাকিব এবং ম্যাচসেরা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। নিঃসন্দেহে বলা যায়, তার মাপের কোনো অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত আসেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কণ্ঠেও একই সুর। তার মতে, বাংলাদেশে সাকিবের চেয়ে ভালো ব্যাটার কিংবা বোলার থাকলেও তার মতো অলরাউন্ডার কেউই নেই।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘খেলোয়াড়দের মাঝে আমি বলব যে সাকিবের বিকল্প আমাদের এখনও নেই, এটাই বাস্তবতা। আমাদের ব্যাটার আছে, বোলার আছে, আপনি যদি বলেন হয়তো ওর মতো বা ওর চেয়ে ভালো বোলার আছে, ওর মতো বা ওর চেয়ে ভালো ব্যাটার আছে। কিন্তু দুটোই আছে এ রকম কেউ নেই।'

 সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষের দিকে এখন। তারকা অলরাউন্ডারের বিদায়ের পর তার বিকল্প কে হবেন এমন প্রসঙ্গ হরহামেশাই আসে। এবার এই বিষয়ে কথা বললেন পাপন, ‘আশা করি বেশ কয়েকজন ছেলে আছে। মিরাজ যদি তার বোলিং এবং ব্যাটিংটাকে আরও একটু পাকাপোক্ত করতে পারে তাহলে সাকিব হতে পারবে না, কাছাকাছি যেতে পারবে হয়তো। এমনকি শান্তকে দেখলাম আয়ারল্যান্ডের বিপক্ষে বল করতে, খারাপ করেনি কিন্তু।'

আরো পড়ুন: নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি বল হাতে বরাবরই দুর্দান্ত সাকিব। বাঁহাতি এই স্পিনারের সবচেয়ে বড় শক্তির জায়গা দ্রুতই ব্যাটারদের পড়তে পারা। ব্যাটিংয়ে দলের প্রয়োজনে বিপর্যয় সামাল দিতে পারেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৬৬ টেস্ট খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৪ হাজার ৪৫৪ রান করার সঙ্গে বল হাতে নিয়েছেন ২৩৩ উইকেট।

রঙিন পোশাকে সাকিবের দাপটটা একটু বেশি। ২৩২ ওয়ানডেতে ৭ হাজার ১৩২ রান করা সাকিব বাঁহাতি স্পিনে নিয়েছেন ৩০১ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার ৩৪৫ রান করার পাশাপাশি ১৩৬ উইকেট। ২০ ওভারের ক্রিকেটে ২ হাজার রান ও ১০০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250