ছবি: সংগৃহীত
সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে দুপক্ষ সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় সোমবার রাত থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
দেশটির সেনাবাহিনী ও বেসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে গত ১৫ এপ্রিল থেকে এ লড়াই শুরু হয়। এর আগে যুদ্ধবিরতিতে সম্মত হলেও কোনো পক্ষই তা মেনে চলেনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ৪৮ ঘণ্টার আলোচনার পর সেনাবাহিনী ও আরএসএফ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী সুদান থেকে তাদের দূতাবাস কর্মীদের সরিয়ে নিয়েছে, অন্য দেশও তাদের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে। রোববার সুদানের রাজধানী খার্তুমে প্রতিদ্বন্দ্বী সামরিক পক্ষগুলোর লড়াইয়ের মধ্যেই এসব তোড়জোড় চলছিল।
সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে লড়াই শুরু হওয়ার পর মানবিক সংকট দেখা দেয়। দুপক্ষের সংঘাতে ৪২০ জন নিহত এবং অনেক মানুষ আহত হয়। লাখ লাখ সুদানি নিত্যপ্রয়োজনীয় পরিষেবাগুলো থেকে বঞ্চিত হয়। এই বিশৃঙ্খলা থেকে লোকজন পালানোর উদ্যোগ নিলে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য খার্তুমে বিমান নামায় এবং গাড়িবহর সংগঠিত করে। এ সময় কিছু বিদেশি নাগরিক আহত হন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তারাও তাদের কূটনীতিকদের সরিয়ে নিয়েছেন এবং তাদের সুদানি কর্মীদের সহযোগিতা করার চেষ্টা করছেন। অন্য দেশগুলোর মধ্যে মিশর, ভারত, নাইজেরিয়া ও লিবিয়া জানিয়েছে, তারা তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে কাজ করছে।
এম/
আরো পড়ুন:
খবরটি শেয়ার করুন