প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
জি-২০ সম্মেলনের আগে ৬-৭ সেপ্টেম্বর জাকার্তায় আসিয়ান এবং পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দিতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক বছরেরও কম সময়ের মধ্যে ইন্দোনেশিয়ায় দ্বিতীয়বারের মতো সফরে যাচ্ছেন মোদী। গত নভেম্বরে তিনি বালিতে জি-২০ সম্মেলনে উপস্থিত ছিলেন। আগামী মঙ্গল থেকে বৃহস্পতিবার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির কারণে দেশটির বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বৈঠকে মোদী ভারতের ইন্দো-প্যাসিফিক নীতি এবং নৌ চলাচলের স্বাধীনতার উপর আসিয়ান কেন্দ্রিকতার উপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে।
ভাইস-প্রেসিডেন্ট জগদীপ ধনখার গত বছর ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলন এবং এ সম্পর্কিত কম্বোডিয়ায় আয়োজিত বেশ কয়েকটি সম্মেলনে অংশ নেন এবং ভারতের প্রতিনিধিত্ব করেন।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো ৪৩ তম আসিয়ান সম্মেলনের সময় ১২ টি বৈঠকে সভাপতিত্ব করতে চলেছেন। আগামী ৭ সেপ্টেম্বর পূর্ব এশিয়া এবং আসিয়ান প্লাস থ্রি সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।
এসকে/
খবরটি শেয়ার করুন