শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

ফুটবল

সৌদিদের বিশ্বাস, মেসি তাদের ওখানেই যাবে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৫ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

পিএসজির সঙ্গে নতুন চুক্তি ঝুলে যাওয়ার পর লিওনেল মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছিল আল-হিলালের নাম। ক্রিস্টিয়ানো রোনালদো আল-নাসরে যাওয়ার পর সৌদি লিগের পরবর্তী লক্ষ্য এখন মেসিকে সেখানে নেওয়ার। আনুষ্ঠানিকভাবে না বললেও আর্জেন্টাইন মহাতারকাকে পেতে আল-হিলালের রেকর্ড বেতনের প্রস্তাবও এরই মধ্যে সামনে আসে। তবে মেসির সৌদিযাত্রার গুঞ্জন ফিকে হয়ে আসে দৃশ্যপটে বার্সেলোনার আগমনের পর।

সাম্প্রতিক সময়ে মেসির পরবর্তী গন্তব্য হিসেবে বারবার সামনে এসেছে বার্সেলোনার নাম। যদিও দলবদলের বাজারে শেষ কথা বলে কিছু নেই; আর তাই মেসির সৌদি আরবে যাওয়ার সম্ভাবনাও এখনো শেষ হয়ে যায়নি। অন্তত সৌদি আরবে অনেকেই বিশ্বাস করে, মেসি শেষ পর্যন্ত মরুর দেশেই আসছেন।

মেসির সৌদি লিগে আসা নিয়ে দেশটির সমর্থক ও সংবাদমাধ্যমও বেশ আশাবাদী বলে জানিয়েছেন আল-ইত্তিফাকের কোচ আন্তোনিও কাজোরলা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে মেসির সৌদি লিগে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন এই স্প্যানিশ কোচ।

তিনি বলেছেন, ‘এটা নিয়ে এখানে অনেক কথা হচ্ছে। আমি জানি না কী হবে। তবে আমি নিশ্চিত, মেসি কিংবা আরও বড় অনেক তারকাকে আনতে তারা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

মেসির সৌদি আরবে খেলতে আসার ব্যাপারে অনেকে আত্মবিশ্বাসী জানিয়ে কাজোরলা আরও বলেছেন, ‘এখানে সমর্থক ও সংবাদমাধ্যম—দুই পক্ষই বিশ্বাস করে, তারা ঠিক পথেই আছে এবং তারা তাকে নিয়ে আসতে পারবে।’

রোনালদোর সৌদি প্রো লিগে খেলতে আসার বিষয়টি মেসিকে পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেছেন এই স্প্যানিশ কোচ, ‘ক্রিস্টিয়ানোর এখানে আসাটা মূলত টার্নিং পয়েন্ট। সৌদি লিগ এখন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। আরও বেশি সংবাদমাধ্যম এর প্রতি আকৃষ্ট হচ্ছে। স্পেনে প্রতিদিন আল-নাসর নিয়ে নতুন নতুন তথ্য শোনা যাচ্ছে। এটা আপনাকে বড় নামের গুরুত্বটা বুঝিয়ে দেয়। এখন লক্ষ্যটা হচ্ছে এ রকম বড় খেলোয়াড় আনার কাজ অব্যাহত রাখা। আল-নাসরের খেলা নিয়ে অনেক আগ্রহ এখানে। রোনালদোকে দেখতে প্রতিপক্ষের সমর্থকেরাও মাঠে আসছে।’

বিদেশি খেলোয়াড় নিয়ে সৌদি আরবের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে কাজোরলা আরও বলেছেন, ‘তারা এটা অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা সেটা দেখতে পাবেন। তারা নিশ্চিত করার চেষ্টা করছে যে প্রতিটি দলে যেন আটজন করে বিদেশি খেলোয়াড় থাকে।’

এম/

আরো পড়ুন:

টিভিতে দেখুন আজকের খেলা (২৫ এপ্রিল ২০২৩)
 

সৌদি মেসি পিএসজি লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন