শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি

মেন্স জুনিয়র এশিয়া কাপ হকি-২০২৩

স্বাগতিক ওমানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

আজ থেকে ওমানে শুরু হচ্ছে মেন্স জুনিয়র এশিয়া কাপ হকি-২০২৩। আর টুর্নামেন্টের প্রথম দিনই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। ওমানের সালালাহ শহরে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

১০ দেশের জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে স্বাগতিকরা ছাড়াও প্রতিপক্ষ হিসেবে রয়েছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান। আর গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। এদের মধ্যে টুর্নামেন্টের সেরা চার দল যুব বিশ্বকাপে জায়গা করে নেবে।

এদিকে হকিতে ওমান-বাংলাদেশ মুখোমুখি হলেই যেন টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। হোক সেটা সিনিয়র কিংবা বয়স ভিত্তিক দল। আর তা হয়ও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ওমানে অনুষ্ঠিত হওয়া জুনিয়র এএইচএফ কাপের ফাইনালেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বাংলাদেশ-ওমানের। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ফাইনালের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শ্যুটআউটে। বাংলাদেশ জিতেছিল ৭-৬ গোলে।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা(২৩ মে ২০২৩)

এর আগে বাংলাদেশ দল ওমানে যাওয়ার আগে এই টুর্নামেন্টর জন্য নিজেদের প্রস্তুত করতে ভারতের হরিয়ানায় ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্প ও ১০টি ম্যাচ খেলিয়েছিল। সেখান থেকেই সরাসরি ওমানের উদ্দেশে গিয়েছে জুনিয়র হকি দল।

বাংলাদেশ জুনিয়র হকি দল: নূরুজ্জামান নয়ন, মোহাম্মদ সাইজুদ্দিন, আমিরুল ইসলাম, মেহরাব হাসান সামিন, আমান শরীফ, রামিম হোসেন, প্রিন্স লাল সামন্ত (অধিনায়ক), আবেদ উদ্দিন, রাহিদ হাসান জীবন, আজিজার রহমান, শাহিদুর রহমান সাজু, মো. আবদুল্লাহ, রাকিবুল হাসান, ওবায়দুল হক জয়, শহিদুল হক সৈকত, তাসিন আলী, সাবেদুর রহমান মিঠু ও জাহিদ হোসেন।

স্ট্যান্ডবাই: মেহেদী হাসান মুন্না, দেবাশিষ কুমার রায়, আসাদুজ্জামান চাঁদ ও মো. আলামিন।


এম/


 

স্বাগতিক ওমান বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250