শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি

হলান্ডকে হাতছানি দিচ্ছে ৬৭ কোটি টাকা বোনাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

চোখে দেখা যায় ট্রফিটা।পুরস্কারস্বরূপ পাওয়া ক্রেস্টও। একেকটি ট্রফি বা ক্রেস্ট আসলে শোভা। আসল প্রাপ্তি অর্থকড়ি। আর প্রতিযোগিতার মঞ্চ যদি হয় বড়সড়, খেলোয়াড় যদি হয় ‘ওজনদার’—অর্থপ্রাপ্তির পরিমাণও হয় বিশাল। এই যেমন এবারের মৌসুমে স্রেফ বোনাস হিসেবেই ৬৭ কোটি টাকা পকেটে ঢোকানোর হাতছানি আর্লিং হলান্ডের সামনে।

২২ বছর বয়সী নরওয়েজীয় স্ট্রাইকার ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গত জুনে। ইংলিশ ক্লাবটিতে আসার পর প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের সুযোগ তাঁর সামনে। এই মুহূর্তে আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে প্রিমিয়ার লিগ দৌড়ের শীর্ষে ম্যানচেস্টার সিটি। 

এ ছাড়া চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল আর এফএ কাপের ফাইনালেও জায়গা করে নিয়েছে দলটি। যুক্তরাজ্যের দ্য সান বলছে, সিটি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতলে বোনাস হিসেবে ১০ লাখ পাউন্ড করে পাবেন হলান্ড। এফএ কাপ জিতলে পাবেন সাড়ে তিন লাখ পাউন্ড। অর্থাৎ সিটি ট্রেবল জিতলে সাড়ে ২৩ লাখ পাউন্ড বোনাস পাবেন হলান্ড।

এর বাইরে ব্যক্তিগত অর্জনের জন্য পেতে পারেন আরও ২৫ লাখ পাউন্ডের বেশি। এরই মধ্যে প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচে ৩৫ গোল হয়ে গেছে তাঁর। যা এবার তো বটেই, প্রিমিয়ার লিগ ইতিহাসেই এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ। মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পাবেন ৩ লাখ ৫০ হাজার পাউন্ড। 

এ ছাড়া চ্যাম্পিয়নস লিগেও আছে ৮ ম্যাচে ১২ গোল। ব্যক্তিগত এসব অর্জনের কারণে মৌসুম শেষে পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার, ফুটবল রাইটার্স প্লেয়ার অব দ্য ইয়ারের দৌড়ে হলান্ডই সবার চেয়ে এগিয়ে। পিএফএ টিম অব দ্য ইয়ারে জায়গা করাও অবধারিত। 

এসবের সঙ্গে যদি দলগতভাবে ট্রেবল বা চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ জেতেন, তাহলে সম্ভাবনা থাকবে ব্যালন ডি’অর জয়েরও। ব্যক্তিগত এই স্বীকৃতিগুলোর প্রতিটির জন্যও আছে ভালো আর্থিক পুরস্কার।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৮ মে ২০২৩)

সব মিলিয়ে ২০২২–২৩ মৌসুমে হলান্ডের বাড়তি আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ৫০ লাখ পাউন্ডের বেশি—বাংলাদেশি মুদ্রায় ৬৭ কোটি ২৯ লাখ টাকার বেশি। সানের খবরে বলা হয়, চুক্তিতে হলান্ডের সাপ্তাহিক বেতন ধরা হয়েছিল ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড। তবে এ জন্য তাঁকে মৌসুমে সিটির ৬০ শতাংশ ম্যাচ খেলতে হতো। এরই মধ্যে সেই শর্তও পূরণ হয়ে গেছে নরওয়ে তারকার।

বর্তমান চুক্তি অনুসারে ২০২৭ পর্যন্ত সিটিতে থাকবেন হলান্ড। এর সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়াতে দুই পক্ষ আলোচনায় আগ্রহী বলে জানায় সানস্পোর্টস।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250