শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত *** ‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’ *** ‘জুমার পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি’—মাইকিংয়ের পর ভুল স্বীকার সেই কদ্দুস মিয়ার *** ‘ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান, আঙুল বাঁকিয়ে কেন’ *** বাংলাদেশ সীমান্তে যে কারণে নতুন ৩ সামরিক ঘাঁটি বানাচ্ছে ভারত *** নির্বাচন হলে ক্ষমতা থাকবে ভারতের কাছে: ফরহাদ মজহার *** বাংলাদেশ সীমান্তবর্তী আসামে সামরিক ঘাঁটি স্থাপন করছে ভারত *** জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত চান ক্রিকেটারেরা *** নির্বাচনে খরচ করার মতো টাকা নেই উপদেষ্টা আসিফ মাহমুদের *** নেদারল্যান্ডসের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রব জেটেন

১৬ হাজার ফুট নিচে পড়েও অক্ষত আইফোন!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমেরিকার আলাস্কা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ঘটে বড়সড় এক দুর্ঘটনা। মাঝ আকাশে আচমকাই খুলে যায় উড়োজাহাজের দরজা। দুর্ঘটনাটি যখন ঘটে তখন মাটি থেকে ১৬ হাজার ফুট উঁচুতে ছিল ফ্লাইট। যাত্রীরা অক্ষত থাকলেও তীব্র বাতাসের তোড়ে অনেক জিনিসপত্র উড়োজাহাজ থেকে নীচে পড়ে যায়। এসবের মধ্যে ছিল এক যাত্রীর আইফোনও।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ঘটনার দুইদিন পর সেই ফোনটির খোঁজ মিলেছে। একেবারে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে আইফোনটি! 

সোমবার ( ৮ই জানুয়ারি ) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনাথন বেটস নামের এক ব্যক্তি ফোনটি খুঁজে পাওয়ার কথা জানান। যদিও ফোনটির নির্দিষ্ট মডেল সম্পর্কে কোনো তথ্য জানাননি তিনি। তবে ধারণা করা হচ্ছে, আইফোন ১৪ প্রো অথবা ১৫ প্রো সিরিজের ফোন হবে এটি।

আরো পড়ুন : গ্রাহকদের জন্য সুখবর দিলো গ্রামীণফোন

সিনাথন বেটস লিখেছেন, ‘রাস্তায় হাঁটার সময় আইফোনটি পেয়েছি। ফোনটিতে ফ্লাইট মোড চালু এবং এখনও পর্যন্ত অর্ধেকের বেশি চার্জ আছে। আলাস্কা এয়ারলাইন্সের একটি লাগেজ দাবির অনলাইন রশিদ রয়েছে খোলা রয়েছে। ১৬ হাজার ফুট উঁচু থেকে পড়েও ফোনটি অক্ষত আছে।’ এই আইফোনটি আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট বোয়িং ১২৮২-এর কোনো যাত্রীর বলেই দাবি করা হয়েছে। 

শুক্রবার (৫ই জানুয়ারি) পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার ওন্টারিওগামী এস ১২৮২ উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই দুর্ঘটনার সম্মুখীন হয়। ফ্লাইটটি ১৭১ যাত্রী এবং ছয়জন ক্রুসহ নিরাপদে ফের পোর্টল্যান্ড বিমানবন্দরে অবতরণ করে।

উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষক সংস্থা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজটি ১৬ হাজার ফুট উচ্চতায় ওঠার পর সেই সময় আচমকাই বাতাসের দাপটে একটি দরজা খুলে যায়। পরে দিক পরিবর্তন করে এটি আবার পোর্টল্যান্ড বিমানবন্দরে ফিরে আসে।

এস/ আই.কে.জে/

উড়োজাহাজ আইফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250