রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ *** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে

‘দম’ নিয়ে ফিরছেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দীর্ঘ বিরতির পর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমা নিয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিটির নির্মাতা রেদওয়ান রনি। শনিবার (৯ই ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের এক সংবাদ সম্মেলনে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ, বাংলাদেশের আলফা আই ও চরকি মিলে যৌথ প্রযোজনার এ সিনেমার ঘোষণা দেয়া হয়েছে। 

সিনেমায় চঞ্চলের সঙ্গে জুটি বেঁধে কে অভিনয় করবেন, সেটা এখনও চূড়ান্ত হয়নি।

সিনেমাটি নিয়ে অভিনেতা চঞ্চল বলেন, রনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। চরকি যখন শুরু হয়, তখনও তাকে সিনেমা বানাতে বলতাম। 

ফাইনালি সে আমার গলায় দড়িটা ঝুলিয়েছে। এবারের সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছে, তখন আমি ভীষণ হতবাক হয়েছি। এতো অসাধারণ একটা গল্প। পাশাপাশি আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জের।

এসময় অভিনেতা আরও বলেন, অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের একটি সিনেমা ‘দম’। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, একই সঙ্গে তিনটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত রয়েছে এই সিনেমার সঙ্গে। আশা করছি দুই বাংলা মিলিয়ে নতুন কোনো দিগন্তের সূচনা করবে সিনেমাটি।

আরো পড়ুন: প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

এদিকে নির্মাতা রেদওয়ান রনি বলেন, খানিকটা দম নেওয়ার পরই নতুন সিনেমা নিয়ে ফিরছি। সত্য ঘটনা বরাবরই আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা নিবারণের জন্য এই গল্পই আমাকে তাড়িত করছিল। 

সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যে কোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমেষেই। ‘দম’ সিনেমায় মূলত সেই গল্পটাই বলার চেষ্টা করছি।

যৌথভাবে ‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি এবং রেদওয়ান রনি।

সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে মুক্তি পাবে চঞ্চলের এই সিনেমা।

এসি/ আই.কে.জে/


চঞ্চল চৌধুরী দম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন