রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

বলিউড

‘অতিরিক্ত চর্চা না করাই উচিত’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

আমির খানের সঙ্গে ফাতিমা সানা শেখ - ছবি: সংগৃহীত

বর্তমানে নির্মাতা মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদূর’ সিনেমার কাজ ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ক্যারিয়ারের এরইমধ্যে ‘দঙ্গল’, ‘ঠগস অব হিন্দুস্তান’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় আমির খানের মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেও নিজের অবস্থান পোক্ত করতে পারেননি তিনি।

যদিও ‘লুডো’,  ‘মর্ডান লাভ মুম্বাই’ সিনেমাগুলোতে তার অভিনয় প্রশংসা কুড়ায় দর্শক-সমালোচকদের। তবে ‘চাচি ৪২০’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা এই অভিনেত্রী মাঝে মাঝেই নিজের ব্যক্তিজীবন নিয়ে আসেন শিরোনামে।


ফাতিমা সানা শেখ - ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই আমির খানের সঙ্গে তার প্রেম নিয়ে চর্চা চলছে। যদিও বিষয়টি নিয়ে গণমাধ্যমে তেমন কিছু জানাননি তারা। তবে এবার পারিবারিক ও ব্যক্তিজীবন নিয়ে কথা বললেন ফাতিমা।

আরো পড়ুন: প্রকাশ হলো জওয়ানের প্রথম গান ‘জিন্দা বান্দা’

আফসোসের সুরে এই অভিনেত্রী গণমাধ্যমে বলেন, ‘সবাই তারকাদের বাইরের জীবন নিয়ে চর্চা করতে পছন্দ করেন। শুধু আমির খানের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে নয়, অন্যদের সম্পর্ক নিয়েও নানা সময় গুঞ্জন রটায়। তাছাড়া তারা আসলে ভাবেন তারকাদের জীবন মানেই রঙিন দুনিয়া, বিরাট বাড়ি, দামী গাড়ি, স্বচ্ছল জীবন। সেখানে যা ইচ্ছে তা-ই সবাই করতে পারেন। কিন্তু ভেতরের খবর হয়তো কেউ জানে না বা জানতে চায়ও না। আমি কিন্তু এখনও মুম্বাইতে ভাড়া বাড়িতেই থাকি। তবু নিজেকে নিয়ে গর্বিত। তারকাদের জীবনটাই এমন, শুধু চাকচিক্যই শেষ কথা নয়। তাই তাদের নিয়ে অতিরিক্ত চর্চা না করাই উচিত।’

এম/


বলিউড আমির খান ফাতিমা সানা শেখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250