সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এবার ‘ভুল’ চিকিৎসায় মায়ের মৃত্যুর অভিযোগ করলেন জনপ্রিয় নির্মাতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

একের পর এক ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর সংবাদ। রাজধানীর সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসায় মারা যান মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতক সন্তান। ল্যাবএইড ক্যান্সার হাসপাতালেও একই কারণে মারা যান হাসিনা বেগম নামক এক নারী। এবার ইবনে সিনা হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠল।

জনপ্রিয় নির্মাতা সৌমিত্র ঘোষ ইমনের মা পূরবী ঘোষ (৬০) আজ সকালে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে মারা যান। এটিকে ভুল চিকিৎসায় মৃত্যু বলে অভিযোগ করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। ঘটনাটির তদন্ত চলছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ বুধবার (২১ জুন) দুপুরে এক ফেসবুক পোস্টে মায়ের মৃত্যুর খবর জানিয়ে ইমন লেখেন, ‘ইবনে সিনা হসপিটাল-এর ভুল ট্রিটমেন্টের জন্য আমার মাকে হারাতে হলো। শুধু পায়ের অপারেশন করল তাতেই আমার মা নেই। প্রতিবাদ করতে চাই।’

আরো পড়ুন: অনেক পরিচালক আমাকে হোটেলে ডাকে : অভিনেত্রী জেবা জান্নাত

সৌমিত্র ঘোষ ইমনের অভিযোগের বিষয়ে বুধবার দুপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মেজর (অব.) মিজানুর সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমরা আজই নোটিশ করেছি। ওনার অর্থোপেডিকসের একটি অস্ত্রোপচার হয়েছিল।

ইতোমধ্যে আমরা রোগী পূরবী ঘোষের মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছি। সংশ্লিষ্ট সব ডক্টর, নার্স, স্টাফকে আমরা ডেকেছি। কী ঘটেছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। হাসপাতালে এখনো রোগীর স্বজনরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছি। তদন্ত করে দু-এক দিনের মধ্যে বিস্তারিত আমরা জানাব।’

ঘটনা সম্পর্কে ইমনের চাচাতো ভাই জয়ন্ত কুমার সংবাদমাধ্যমকে বলেন, ‘১০ জুন কাকিমা (পূরবী ঘোষ (৬০) পড়ে গিয়ে পায়ে আঘাত পান। আমরা কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসি। এখানে অর্থোপেডিকস বিভাগে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা ও এক্স-রে শেষে আমাদের জানানো হয় মাল্টিফ্র্যাকচার হয়েছে। অস্ত্রোপচার করতে হবে, এটা ১১ জুন আমাদের জানানো হয়। অস্ত্রোপচার করা হয় ১২ তারিখে।’

জয়ন্ত আরও বলেন, ‘সবই ঠিক ছিল কিন্তু ১২ থেকে ১৫ তারিখ কাকিমার শরীর গ্র্যাজুয়ালি খারাপ হয়। কাকিমার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছিল। ডিউটি চিকিৎসকরা কিছুই বলছিলেন না। কিন্তু ১৬ তারিখে অক্সিজেন দেওয়া হয়। এরপর রক্তে ইনফেকশন রয়েছে জানিয়ে মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয়।

১৭ তারিখে মেডিসিন বিভাগের চিকিৎসক সিটি স্ক্যান করেন এবং নিউরোলজিতে স্থানান্তর করেন। সেখানে বলা হয়, মাইল্ড স্ট্রোক ছিল, তবে চিন্তার কারণ নেই। ১৯ তারিখেও বলা হয় চিন্তার কিছু নেই। গতকাল পর্যন্ত ডিউটি ডক্টর বলেছেন, ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। কিন্তু আজ সকালে কাকিমা মারা গেছেন।’

এসি/আইকেজে 




চিকিৎসা নির্মাতা

খবরটি শেয়ার করুন