লিওনেল মেসি - ছবি: সংগৃহীত
লিওনেল মেসি বার্সেলেনা ছেড়েছেন ২০২১ সালে। মাঝের এই দুই বছরে জল গড়িয়েছে বহুদূর। পিএসজিতে দুই মৌসুম কাটিয়ে মেসি এখন যুক্তরাস্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার অপেক্ষায়। বার্সা এখন তাঁর জন্য সোনালি অতীত। কিন্তু সেই ‘সোনালি অতীত’–এর স্মৃতি বহন করা ক্লাবের সঙ্গে মেসির বন্ধন এখনো ছিন্ন হয়নি।
না, মনের টানের কথা বলা হচ্ছে না। বিষয়টি আর্থিক। বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা স্পেনের সংবাদমাধ্যম ‘লা ভ্যানগার্দিয়া’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। লাপোর্তা সেই সাক্ষাৎকারে জানিয়েছেন, মেসিকে ‘নিয়ম মেনে’ এখনো নিয়মিত টাকা দিয়ে যাচ্ছে বার্সেলোনা।
কিসের টাকা? উত্তরটির জন্য বিষয়টি একটু খোলাসা করা প্রয়োজন। লা লিগার বেঁধে দেওয়া বেতনসীমা নীতি ও আর্থিক সংগতি নীতির মধ্যে থেকে মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দিতে পারেনি বার্সা। তাই ২০২১ সালে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজিতে যোগ দেন মেসি।
সে বছরের ৩০ জুন বার্সার সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়। তার আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’ কিছু নথিপত্র ফাঁস করে দাবি করেছিল, বার্সার সঙ্গে মেসির চুক্তিটা খেলাধুলার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের চুক্তি।
কিছু শর্ত পূরণ সাপেক্ষে মেসি চার মৌসুমে বার্সায় ৬০ কোটি ৪২ লাখ ডলার আয় করবেন—বার্সার সঙ্গে মেসির এমন চুক্তি ছিল বলে নিজেদের সেই প্রতিবেদনে দাবি করেছিল এল মুন্দো। কিন্তু মেসি বার্সা ছেড়ে পিএসজিতে বিনা পয়সায় যোগ দেওয়ার পর আগস্টে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছিল, আর্জেন্টাইন তারকা এখনো পারিশ্রমিক বাবদ টাকা পান কাতালান ক্লাবটির কাছে। আর সেই টাকার অঙ্কটা ৫ কোটি ৬৬ লাখ ডলার।
💰 Lionel Messi will continue to be paid by Barcelona until 2025! pic.twitter.com/uW7CftFkw7
— The Sportsman (@TheSportsman) July 3, 2023
২০২২ সালের মধ্যে এই টাকাটা পুরোপুরি পরিশোধ করার কথা ছিল বার্সার। এ বছর জুলাইয়ে লাপোর্তা জানিয়েছিলেন, পারিশ্রমিক নিয়ে মেসির এখনো বকেয়া পাওনা আছে বার্সার কাছে।
‘লা ভ্যানগার্দিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা এ নিয়ে কথা বলেছেন। বার্সা সভাপতির কাছে জানতে চাওয়া হয়েছিল, মেসি এখনো টাকা পান কি না তাঁর সাবেক ক্লাবের কাছে। লাপোর্তা বলেছেন, তিনি আসার আগে হোসে মারিয়া বার্তোমেউয়ের বোর্ডের কাছে বকেয়া পারিশ্রমিক পাওনা আছে মেসির যেটা ২০২৫ সালে পুরোপুরি পরিশোধ হবে।
লাপোর্তার ভাষায়, ‘তার পারিশ্রমিক বকেয়া আছে এবং এ বিষয়টি আগের বোর্ডই ঠিক করেছে আর অঙ্কটাও বেশ বড়। ২০২৫ সালে এটির পরিশোধ শেষ হবে।’ লাপোর্তা স্পষ্ট করেই বলেছেন, মেসিকে ‘নিয়ম মেনেই নিয়মিত টাকা দিচ্ছে বার্সা।’
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ ও ‘মুন্দো দেপোর্তিভো’কে এর আগে ইন্টার মায়ামিতে যোগদানের কথা জানিয়েছিলেন মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই তারকা তখন জানিয়েছিলেন, তাঁর জন্য বার্সায় অন্য খেলোয়াড়দের বেতন কাটা পড়বে সেটা চাননি, তাই বার্সায় ফেরা হয়নি। কিন্তু লাপোর্তা সাক্ষাৎকারে জানিয়েছেন, মেসির এই ফেরার সঙ্গে ‘অন্য বিষয়ের কোনো সম্পর্ক নেই’।
আরো পড়ুন: শতভাগ ফিট না হলেও খেলবেন তামিম
লাপোর্তা যুক্তি দিয়েছেন, ‘মেসির জন্য আমরা নিজেদের কিছু সম্পদ ছেড়ে দেব, লা লিগার সঙ্গে আমরা এ বিষয়ে সম্মত হয়েছিলাম। এটা আমাদের বাস্তবসম্মত পরিকল্পনার মধ্যেই ছিল। আমরা এটা মেসির বাবাকেও বলেছিলাম। কিন্তু তিনি জানিয়েছেন, প্যারিসে লিও খুব কঠিন একটা বছর কাটিয়েছে। সে এখন চাপ কমাতে চাচ্ছে। আমাদের সঙ্গে সেটা হতো না। তার সিদ্ধান্তটা আমরা বুঝি।’
এম/