লিওনেল মেসি - ছবি: সংগৃহীত
অধীর হয়ে অপেক্ষার প্রহর গুনছে তারা—কবে লিওনেল মেসিকে বরণ করে নেবে আর কবেই বা ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।
ইন্টার মায়ামির সমর্থকদের প্রথম অপেক্ষা ফুরাবে আগামী পরশু, এদিন ক্লাবের সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে মেসিকে। ইন্টার মায়ামির সমর্থকদের দ্বিতীয় অপেক্ষা পূরণ হবে ২১ জুলাই, সেদিন প্রথম সাউথ ফ্লোরিডার দলটির হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন মেসি। মানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হবে বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ডের।
মেসিকে বরণ করে নেওয়ার অপেক্ষায় ইন্টার মায়ামির সমর্থকেরা - ছবি: সংগৃহীত
আরো পড়ুন: নেইমারকে পাওয়ার আগ্রহ আছে চেলসির নতুন কোচ পচেত্তিনোর
যেদিন মেসির এমএলএসে অভিষেক হবে, সেদিন ইন্টার মায়ামির সমর্থকেরা মাঠেই সেটা উদ্যাপন করবেন। কিন্তু এর আগে মেসির পরিচয় পর্বকে বিশেষভাবে উদ্যাপন করতে চান তাঁরা। এর জন্য ইন্টার মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামের বাইরে বিশেষ আয়োজন করতে যাচ্ছে ‘ভাইস সিটি ১৮৯৬’ নামের পরিচিত দলটির সমর্থক গোষ্ঠী।
এম/