মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

পঞ্চম দিনে মেলায় এসেছে ৯৮টি নতুন বই

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৫ এর পঞ্চম দিন বুধবার (৫ই ফেব্রুয়ারি) নানা বয়সের ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসেছেন মেলায়। দিনে দিনে ক্রেতা, দর্থনার্থী ও পাঠকের মতো মেলায় নতুন বইয়ের সংখ্যাও বাড়ছে। এদিন নানা ধরনের মিলিয়ে মেলায় নতুন বই এসেছে ৯৮টি।

এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কবিতার বই (৩৩টি)। এরপর সংখ্যায় বেশি উপন্যাস (১৮টি)। গল্পের বই ১৩টি ও প্রবন্ধের বই এসেছে ৬টি।পঞ্চমদিন বইমেলা শুরু হয় বিকেল ৩টা থেকে। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

বুধবার বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘হোসেনউদ্দীন হোসেন: প্রান্তবাসী বিরল সাহিত্য-সাধক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আহমেদ মাওলা। আলোচনায় অংশ নেন আবুল ফজল। এতে সভাপতিত্ব করেন শহীদ ইকবাল। 

আহমেদ মাওলা বলেন, ‘গভীর জীবনবোধ, ইতিহাস-চেতনা এবং প্রাগ্রসর চিন্তাশক্তি হোসেনউদ্দীন হোসেনকে সৃষ্টিশীল ও বিরল সাহিত্য-ব্যক্তিত্বে পরিণত করেছে। কৃষক পরিবারের সন্তান হিসেবে তিনি নিজেকে কৃষক পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন।’

সভাপতির বক্তব্যে শহীদ ইকবাল বলেন, ‘হোসেনউদ্দীন হোসেন ছিলেন একজন সহজাত লেখক। কবিতা দিয়ে সাহিত্যজীবন শুরু করলেও গদ্যের জগতে নিজ প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন তিনি।’

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আতাহার খান ও আলমগীর হুছাইন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রানা আহমেদ ও কাজী সামিউল আজিজ। সংগীত পরিবেশন করেন শিল্পী বুলবুল ইসলাম, তাপসী রায়, পাপড়ি বড়ুয়া ও ফারাহ হাসান মৌটুসী প্রমুখ।

আগামীকাল বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ: মাহবুবুল হক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন তারিক মনজুর। আলোচনায় অংশ নেবেন মাহবুব বোরহান ও মুহাম্মদ আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করবেন সৈয়দ আজিজুল হক। 

হা.শা./কেবি


অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন