ছবি : সংগৃহীত
গত ২৫ বছর ধরে ট্রাক চালাচ্ছেন রাজেশ রাওয়ানি। পাশাপাশি ইউটিউবেও বেশ জনপ্রিয় তিনি। একজন ট্রাকচালকের দৈনন্দিন জীবন, দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত, সেখানকার খাওয়াদাওয়া, জীবনযাত্রা নিয়েই তার কনটেন্ট। ভারতের ঝাড়খণ্ডের জামতারার এই ট্রাকচালকের ইউটিউব চ্যানেলে ১৮ লাখ ৬০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। রাজেশ ভ্লগস নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তিনি এখন লাখ-লাখ টাকা আয় করছেন।
সম্প্রতি টেলিভিশন উপস্থাপক সিদ্ধার্থ কান্নানকে একটি সাক্ষাৎকার দেন রাজেশ। সেখানে তার জনপ্রিয়তার পাশাপাশি আয় নিয়েও কথা বলেন তিনি। ট্রাক চালিয়ে প্রতি মাসে রাজেশের আয় ২৫ থেকে ৩০ হাজার রুপি। আর ইউটিউব থেকে আয় ৪ থেকে ৫ লাখ রুপি। একবার তো এক মাসে আয় করেছেন ১০ লাখ রুপি। উচ্ছ্বসিত হয়ে রাজেশ জানান, একটি নতুন বাড়ি বানিয়েছেন তিনি।
রাজেশকে ভিডিও বানাতে সহায়তা করে তার ছেলে। রাজেশের ভিডিও লাখ লাখ মানুষ দেখেন। ভারতের পাশাপাশি অন্যান্য দেশেও তার চ্যানেলের ভক্ত রয়েছে।
আরো পড়ুন : রূপকথার যেসব দুর্গ ও শহর আছে বাস্তবেই!
কীভাবে শুরু জানতে চাইলে রাজেশ বলেন, ‘আমি প্রথমে ভয়েসওভার দিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। সবাই আমাকে চেহারা দেখাতে বলছিল। তখন আমার মুখ দেখিয়ে আমার ছেলে একটি ভিডিও বানায়। তাতে আমার একদিনেই সাড়ে ৪ লাখ ভিউ হয়।’ সেটি ছিল রাজেশের প্রথম ভাইরাল ভিডিও।
রাজেশ জানান, ঝাড়খণ্ডে জন্ম তার। ছোটবেলা সেখানেই কেটেছে। তার বাবাও চালক ছিলেন। পাঁচজনের পরিবার চালাতেন। প্রতি মাসে সংসার খরচের জন্য ৫০০ টাকা করে পাঠাতেন। সেই সময় অনেক আর্থিক অনটন দেখেছেন বলে জানান তিনি। সেখান থেকে এতদিন পরিশ্রম করে আজ তিনি এই জায়গায় পৌঁছেছেন।
এস/ আই.কে.জে