ছবি: সংগৃহীত
সম্প্রতি রয়টার্সের একটি পোস্টকে ভুলভাবে উদ্ধৃত করে দাবি করা হচ্ছে সংবাদমাধ্যমটি বলেছে— ‘বাংলাদেশি ভোটারদের প্রায় অর্ধেক শেখ হাসিনার দলকে সমর্থন করে।’ রয়টার্সের ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করছেন বাংলাদেশের কার্যক্রম স্থগিত দলটির নেতাকর্মীরা।
তবে রয়টার্সের ওই পোস্ট ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন দ্য ডিসেন্টের সম্পাদক কদরুদ্দীন শিশির। তিনি বলেন, ‘রয়টার্সের এই পোস্টে স্পষ্টতই দেখা যাচ্ছে সংবাদমাধ্যমটি কোট আনকোট একটা বক্তব্য শেয়ার করে তাদের ডেইলি পডকাস্টের লিংক শেয়ার করেছে। মানে, পডকাস্টের গেস্ট ওই কথাটা বলেছেন।’
তিনি আরো বলেন, ‘পডকাস্ট শুনলে পাবেন রয়টার্স এর দিল্লি বেইজড এডিটর কৃষ্ণ দাস এই কথাটি বলেছেন শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বক্তব্য আকারে। তো শেখ হাসিনা ও তার ছেলের বক্তব্য রয়টার্সের পেজে শেয়ার করলে সেইটা রয়টার্সের বক্তব্য বা তথ্য হয়ে যায় না।’
আলোচিত পডকাস্টটিতে উপস্থাপিকাকে বলতে শোনা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া পর বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণ ও সহিংসতার আশঙ্কা আরো বৃদ্ধি পাচ্ছে।
পডকাস্টে রয়টার্স এর দিল্লি বেইজড এডিটর কৃষ্ণ দাস বলেন, ‘শেখ হাসিনা দীর্ঘতম মেয়াদের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে স্বৈরাচারী হাওয়ায় অনেক অভিযোগ রয়েছে কিন্তু তার সময়ে অর্থনীতি ভালো করছিল। যদিও কয়েকটি নির্বাচন হয়েছে, যেখানে তার বিরোধী নেতাদের জেল হয়েছে কিংবা নির্বাচনে অংশ নিতে পারেননি, এতে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার দল আওয়ামী লীগ যারা নিজেদের সবচেয়ে বড় দল বলে দাবি করে তাদের আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। শেখ হাসিনার ছেলে জয় বলেছেন— নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে সহিংসতা হবে। দেশের প্রায় অর্ধেক ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে। তারা যদি নির্বাচনে অংশ নিতে না পারে তবে আপনি তাদের ভোট দেওয়া সুযোগ কেড়ে নিচ্ছেন।’
অর্থাৎ যে বক্তব্যটি রয়টার্সের বলে প্রচার করা হচ্ছে, সেটি মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য।
খবরটি শেয়ার করুন