শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত *** ‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’ *** ‘জুমার পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি’—মাইকিংয়ের পর ভুল স্বীকার সেই কদ্দুস মিয়ার *** ‘ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান, আঙুল বাঁকিয়ে কেন’ *** বাংলাদেশ সীমান্তে যে কারণে নতুন ৩ সামরিক ঘাঁটি বানাচ্ছে ভারত *** নির্বাচন হলে ক্ষমতা থাকবে ভারতের কাছে: ফরহাদ মজহার *** বাংলাদেশ সীমান্তবর্তী আসামে সামরিক ঘাঁটি স্থাপন করছে ভারত *** জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত চান ক্রিকেটারেরা *** নির্বাচনে খরচ করার মতো টাকা নেই উপদেষ্টা আসিফ মাহমুদের *** নেদারল্যান্ডসের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রব জেটেন

রাস্তায় পানি পুরি বিক্রি করছেন ‘মোদি’!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

পানি পুরি বিক্রি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! প্রথম দেখায় এমনটাই মনে হবে। তবে ভালো করে দেখলে ভুল ভাঙবে। আদতে তিনি গুজরাটের আনন্দ শহরের পানি পুরি বিক্রেতা অনিল ভাই ঠাক্কার। দেখতে অনেকটা নরেন্দ্র মোদির মতো। চুলের স্টাইল, সাদা দাড়ি আর পোশাকের কারণে দেখতে একইরকম মনে হয়। 

ভারতীয় একটি সংবাদমাদ্যমের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন পানি পুরি বিক্রেতা ‘মোদি’। লোকসভা ভোটের মধ্যে জনসংযোগেই বুঝি পথে নেমে দেশবাসীকে পানি পুরি খাওয়াচ্ছেন মোদি, এমনটা ভাবছেন কেউ কেউ।

গুজরাটের আনন্দ শহরে তুলসি পানি পুরি সেন্টারের মালিক ৭১ বছর বয়সী অনিল ভাই ঠাক্কার। জুনাগড়ের বাসিন্দা অনিল ১৮ বছর বয়স থেকে পানি পুরি বিক্রি করছেন। ক্রেতারা এসে প্রায়ই অনিলের সঙ্গে সেলফি তোলেন বলে জানান তিনি। 

আরো পড়ুন : রেজাল্ট দেখে অজ্ঞান শিক্ষার্থী!

অনিল বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার চেহারার সাদৃশ্য থাকার কারণে স্থানীয় এবং পর্যটক, সবার কাছ থেকেই অনেক ভালবাসা এবং সম্মান পাই।’ 

অনিল ভাই ঠাক্কার আরও জানান, তিনি মোদির কথায় ও মূল্যবোধে ভীষণভাবেই অনুপ্রাণিত। মোদি যেমন পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দেন, ঠিক তিনিও তাঁর দোকানকে তেমনই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন।

চলতি বছরের শুরুতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেটিকে ডিপফেক বলে মনে করা হয়েছিল। ওই ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদি ‘গরবা’ উৎসবে নাচ করছেন। পরে জানা যায়, ভিডিওর ব্যক্তি মুম্বাইয়ের বাসিন্দা বিকাশ মহান্ত। মোদির সঙ্গে চেহারায় অনেক মিল রয়েছে বিকাশের।

সূত্র : এনডিটিভি

এস/  আই.কে.জে


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পানি পুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250