সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রাস্তায় পানি পুরি বিক্রি করছেন ‘মোদি’!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

পানি পুরি বিক্রি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! প্রথম দেখায় এমনটাই মনে হবে। তবে ভালো করে দেখলে ভুল ভাঙবে। আদতে তিনি গুজরাটের আনন্দ শহরের পানি পুরি বিক্রেতা অনিল ভাই ঠাক্কার। দেখতে অনেকটা নরেন্দ্র মোদির মতো। চুলের স্টাইল, সাদা দাড়ি আর পোশাকের কারণে দেখতে একইরকম মনে হয়। 

ভারতীয় একটি সংবাদমাদ্যমের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন পানি পুরি বিক্রেতা ‘মোদি’। লোকসভা ভোটের মধ্যে জনসংযোগেই বুঝি পথে নেমে দেশবাসীকে পানি পুরি খাওয়াচ্ছেন মোদি, এমনটা ভাবছেন কেউ কেউ।

গুজরাটের আনন্দ শহরে তুলসি পানি পুরি সেন্টারের মালিক ৭১ বছর বয়সী অনিল ভাই ঠাক্কার। জুনাগড়ের বাসিন্দা অনিল ১৮ বছর বয়স থেকে পানি পুরি বিক্রি করছেন। ক্রেতারা এসে প্রায়ই অনিলের সঙ্গে সেলফি তোলেন বলে জানান তিনি। 

আরো পড়ুন : রেজাল্ট দেখে অজ্ঞান শিক্ষার্থী!

অনিল বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার চেহারার সাদৃশ্য থাকার কারণে স্থানীয় এবং পর্যটক, সবার কাছ থেকেই অনেক ভালবাসা এবং সম্মান পাই।’ 

অনিল ভাই ঠাক্কার আরও জানান, তিনি মোদির কথায় ও মূল্যবোধে ভীষণভাবেই অনুপ্রাণিত। মোদি যেমন পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দেন, ঠিক তিনিও তাঁর দোকানকে তেমনই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন।

চলতি বছরের শুরুতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেটিকে ডিপফেক বলে মনে করা হয়েছিল। ওই ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদি ‘গরবা’ উৎসবে নাচ করছেন। পরে জানা যায়, ভিডিওর ব্যক্তি মুম্বাইয়ের বাসিন্দা বিকাশ মহান্ত। মোদির সঙ্গে চেহারায় অনেক মিল রয়েছে বিকাশের।

সূত্র : এনডিটিভি

এস/  আই.কে.জে


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পানি পুরি

খবরটি শেয়ার করুন