বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল *** দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

এআই উদ্ভাবিত অ্যান্টিবায়োটিক ধ্বংস করল গনোরিয়ার ‘সুপারবাগ’

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ পূর্বাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

লজ্জা–সংকোচের কারণে অনেকে যৌনবাহিত রোগের চিকিৎসা নিতে দেরি করেন। এ থেকে ভবিষ্যতে বন্ধ্যত্ব ও নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। বিশ্বজুড়ে প্রতিবছর গনোরিয়ায় আক্রান্তের সংখ্যা অন্তত সাড়ে সাত কোটি। ফলে সচেতনতা জরুরি। ছবি: সংগৃহীত

ওষুধ প্রতিরোধী গনোরিয়া ও এমআরএসএ (মেথিসিলিন-প্রতিরোধী স্ট্যাফিলোকক্কাস অরিয়াস) মোকাবিলায় দুটি নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা জানিয়েছেন, এই ওষুধগুলোর ‘পরমাণু থেকে পরমাণু’ সম্পূর্ণভাবে এআই দিয়ে নকশা করা হয়েছে এবং ল্যাবরেটরি ও প্রাণীর ওপর পরীক্ষায় সুপারবাগ ধ্বংস করতে সক্ষম হয়েছে। খবর বিবিসির।

তবে বিশেষজ্ঞেরা বলছেন, এই অ্যান্টিবায়োটিকগুলো বাজারে আসতে এখনো কয়েক বছরের কাজ বাকি। পরিমার্জন, নিরাপত্তা যাচাই ও দীর্ঘমেয়াদি ক্লিনিক্যাল ট্রায়ালের পরই এগুলো রোগীর জন্য ব্যবহৃত হতে পারবে।

অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও ভুল ব্যবহার বিশ্বব্যাপী ব্যাকটেরিয়াকে আরও শক্তিশালী ও প্রতিরোধী করে তুলছে। বর্তমানে প্রতিবছর এ ধরনের সংক্রমণে ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। কয়েক দশক ধরে নতুন অ্যান্টিবায়োটিকের অভাব এ সংকটকে আরও গভীর করেছে।

বৃহস্পতিবার (১৪ই আগস্ট) রাতে বিবিসি জানিয়েছে, এর আগে এআই ব্যবহার করে বিদ্যমান রাসায়নিক যৌগের বিশাল ডেটাবেস থেকে সম্ভাব্য অ্যান্টিবায়োটিক খোঁজার চেষ্টা হয়েছে। কিন্তু এবার এমআইটির বিশেষজ্ঞেরা সরাসরি নতুন অণু ডিজাইন করতে এআই ব্যবহার করেছেন। বিশেষ করে, যৌনবাহিত রোগ গনোরিয়া ও প্রাণঘাতী এমআরএসএ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবায়োটিক তৈরি করেছে।

এআই পরিচালিত ওই গবেষণায় ৩ কোটি ৬০ লাখ যৌগ বিশ্লেষণ করা হয়েছে। এমনকি এসব যৌগের অনেকগুলো বাস্তবে বিদ্যমান নয় বা এখনো আবিষ্কৃত হয়নি। গবেষকেরা এআইকে বিদ্যমান যৌগের রাসায়নিক গঠন ও তাদের বিভিন্ন ব্যাকটেরিয়ার ওপর প্রভাবের তথ্য দিয়ে প্রশিক্ষণ দেন। এরপর এআই শিখে নেয় কোন ধরনের আণবিক গঠন ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাধাগ্রস্ত করতে পারে।

উৎপাদনের পর ল্যাবে ও সংক্রমিত ইঁদুরের ওপর পরীক্ষায় দুটি নতুন যৌগ খুব ভালো ফল দেখিয়েছে। এমআইটির অধ্যাপক জেমস কলিন্স বলেন, ‘আমরা দেখাতে পেরেছি, জেনারেটিভ এআই সম্পূর্ণ নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে। এতে সময় বাঁচে ও খরচ কমে এবং সুপারবাগের বিরুদ্ধে আমাদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ হয়।’

তবে বিশেষজ্ঞেরা সতর্ক করছেন, নিরাপত্তা ও কার্যকারিতা যাচাইয়ের দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। ইম্পিরিয়াল কলেজ লন্ডনের ড. অ্যান্ড্রু এডওয়ার্ডস বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও মানুষের ওপর ব্যবহারের আগে প্রচুর গবেষণা প্রয়োজন।

আরও একটি বড় চ্যালেঞ্জ হলো উৎপাদনপ্রক্রিয়া। উদাহরণস্বরূপ, গনোরিয়ার জন্য ডিজাইন করা ৮০টি যৌগের মধ্যে মাত্র দুটি তৈরি করা সম্ভব হয়েছে। পাশাপাশি নতুন অ্যান্টিবায়োটিকের বাণিজ্যিক লাভ কম থাকায় ওষুধ কোম্পানিগুলো প্রায়ই এ ধরনের বিনিয়োগে আগ্রহ দেখায় না। কারণ, কার্যকারিতা বজায় রাখতে এ ধরনের ওষুধ সীমিতভাবে ব্যবহার করাই শ্রেয়।

বিশেষজ্ঞদের মতে, এ গবেষণা প্রমাণ করছে—এআই ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক আবিষ্কারে নতুন যুগের সূচনা করতে পারে।

জে.এস/

এআই অ্যান্টিবায়োটিক গনোরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250