শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

৮১ বছরেও তরুণ বাইডেন!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রচারণামূলক বিজ্ঞাপন শেয়ার করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে নিজের বয়স নিয়ে মজা করতে দেখা যায় বর্তমান প্রেসিডেন্টকে। 

শনিবার (৯ই মার্চ) প্রচারিত বিজ্ঞাপনটির শেষদিকে বাইডেনকে বলতে শোনা যায়, আমি তরুণ, উদ্যমী ও সুদর্শন।  ভিডিওটিতে ৮১ বছর বয়সী জো বাইডেনকে বেশ সাবলীল ও স্বাচ্ছন্দ্য লাগছিল। সেখানে যে তিনি শুধু নিজেকে নিয়ে কৌতুক করেছেন তা নয়। গত চার বছরে তার প্রশাসনের অর্জনগুলোও তুলে ধরেন।

করোনা মহামারি মোকাবিলা করা, অর্থনীতিকে শক্তিশালী করা ও ওষুধের দাম কমিয়ে আনাসহ নানা বিষয়ে কথা বলেন তিনি। পাশাপাশি তরুণ ভোটারদের জন্য প্রাসঙ্গিক কিছু বিষয়েও বক্তব্য দেন বাইডেন।

বিজ্ঞাপনটিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ আমাদের অর্থনীতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী। আমি এমন আইন পাস করিয়েছি, যার ফলে ওষুধের দাম কমেছে, বয়স্কদের জন্য মাসে মাত্র ৩৫ ডলারে ইনসুলিন ক্যাপস দেওয়া হচ্ছে।

‘চার বছর ধরে, ডোনাল্ড ট্রাম্প একটি অবকাঠামো আইন পাস করার চেষ্টা করেছিলেন ও তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছিলেন। আমি তা সম্পন্ন করেছি। এখন আমরা আমেরিকাকে পুনর্গঠন করছি। তাছাড়া জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে আমি ইতিহাসের সবচেয়ে বড় আইন পাস করেছি, কিন্তু ট্রাম্প জলবায়ু নিয়ে তেমন কোনো চিন্তায় করেন নি।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প নিয়মিতভাবে জো বাইডেনকে বয়স্ক, জরাজীর্ণ ও প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অযোগ্য বলে নিন্দা করে যাচ্ছেন। 

এইচআ/

বিজ্ঞাপন জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন

খবরটি শেয়ার করুন