ছবি: সংগৃহীত
আরজি কর কাণ্ডে শুরু থেকেই সরব শুভশ্রী। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। এই চরম অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে সকল শ্রেণীর মানুষ। এই দলে আছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানালেন শুভশ্রী।
তার হোয়াটসঅ্যাপ স্টোরিতে শেয়ার করা পোস্টে লেখা রয়েছে, ‘স্বচ্ছ ভারতের চেয়ে আমাদের নিরাপদ ভারতের বেশি দরকার মোদীজি।’
আরও পড়ুন: রংপুর নাট্যকেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যা
তবে মোদির কাছে আবেদন জানালেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে টু শব্দটি করেননি তিনি। বিষয়টি নজর এড়ায়নি নেটিজেনদের। তাই প্রশ্ন রেখেছেন, এখানেও কি পিঠ বাঁচানোর চেষ্টা?
এর আগে লিখেছিলেন, একবার মোমবাতির জায়গায় ধর্ষককে জ্বালিয়ে দেখো। হয়তো ধর্ষণের ঘটনা কমে যাবে। প্রত্যেকবার মেয়েরাই জ্বলবে, সেটা তো হওয়া উচিত নয়। এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আবেদন নায়িকার।
এসি/ আই.কে.জে/