শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

মেট্রোরেলের ভেতরেই যুবতীর নাচের ভিডিও ভাইরাল!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ২১শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

অল্প সময়ের মধ্যে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে পারছেন অনায়াসেই মেট্রোরেলের মাধ্যমে । তাই যাত্রীদের কাছে এই গণপরিবহনের চাহিদা অনেক। মেট্রোরেলে ভ্রমনের সময় অনেক নিয়ম-কানুন মেনে চলতে হয়। যেমন ভিডিও করা যাবে না, কোনো খাবার নেয়া যাবে না। সর্বদা সতর্ক থাকতে হবে। 

কিন্তু সম্প্রতি ভারতের মেট্রোরেল শিরোনামে উঠে আসছে অন্য কারণে। ভাইরাল হয়েছে এক তরুণীর নাচের ভিডিও।

এতে মেট্রোর ভেতরেই এক যুবতীকে অশ্লীল নাচ করতে দেখা গেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লির মেট্রোতে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দিল্লি মেট্রো ট্রেনের ভেতরে এক যুবতীর নাচের বেশ কয়েকটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে সেসব ভিডিও ক্ষোভের জন্ম দিয়েছে। ভিডিওগুলোতে ওই যুবতীকে অন্য যাত্রীদের সামনে বেলি ডান্স-সহ অশ্লীল নৃত্য করতে দেখা যাচ্ছে।

দিল্লি মেট্রো অবশ্য এখনও এই ঘটনায় কোনও মন্তব্য করেনি।


অশ্লীল এই নাচের সময় যাত্রীদের কারও কারও মুখে তো বিরক্তির ভাব ছিল স্পষ্ট। ওই যুবতী তার ইন্সটাগ্রাম প্রোফাইলে নিজেকে ডান্সার হিসাবেই পরিচয় দিয়েছেন।

এদিকে মেট্রোতে নাচের এসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে গেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ওই যুবতীর ‘অশ্লীল’ নাচের কঠোর সমালোচনা করেছেন। গণপরিবহনে এই ধরনের আচরণ যে সঠিক নয়, তা উল্লেখ করে অনেকেই যুবতীর কঠোর শাস্তিরও দাবি করেছেন।

সূত্র: এনডিটিভি

ওআ/

ভিডিও মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250