শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হত্যা-সহিংসতা: দ্রুত বিচার ও জানমালের নিরাপত্তায় দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি সিপিবির *** তুরস্কে নতুন যুগের বার্তা দিয়ে অস্ত্র সমর্পণ শুরু করেছেন পিকেকে যোদ্ধারা *** টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার জায়গা করে নিল ইতালি *** পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড: চারজনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি *** শেখ হাসিনার উৎখাতে ভূমিকা রাখা র‍্যাপ, মিম রাজনীতিকে নতুন রূপ দিচ্ছে *** পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার *** বোমা থাকার খবর ‘ভুয়া’, কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিচ্ছে ফ্লাইটটি *** এসএসসি পরীক্ষায় সেনাবাহিনীর পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দারুণ সাফল্য *** হাসপাতালে ভর্তি ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া *** মুসলিম প্রার্থী মামদানিকে ঠেকাতে এককাট্টা নিউইয়র্কের ধনীরা, প্রচারণায় ২০ মিলিয়ন ডলার

ঘুম থেকে উঠলে 'লাঠি'র মতো সোজা পুরুষাঙ্গ, কারণ...

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৯ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেক পুরুষ বিষয়টা নিয়ে বেশ নাজেহাল। অনেকে সকালে ঘুম থেকে উঠতে গিয়ে অস্বস্তিতে ভোগেন। কারণ, তখন লাঠির মতো সোজা ও শক্ত হয়ে থাকা পুরুষাঙ্গ পোশাকের ভেতর থেকে উঁকি মারে। এমন অবস্থায় নড়ন-চড়ন বেশ অস্বস্তিকর। এ বিষয়ে যৌন জ্ঞান থাকা আধুনিক কালের সব পুরুষের জন্য জরুরি। পৃথিবী অনেক এগিয়ে গেছে। মানুষ এখন যৌন স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন।

ঘুম থেকে জাগার পর লাঠির মতো সোজা ও শক্ত হয়ে থাকা পুরুষাঙ্গ পোশাকের ভেতর থেকে উঁকি মারে, শুধু কী তাই! যদি কারো চোখে পড়ে যায়! কিন্তু উপায় কী? বিষয়টিকে যৌন স্বাস্থ্যের দিক থেকে সুস্থ পুরুষের পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পুরুষাঙ্গের সঙ্গে ঘটে যাওয়া এ কাণ্ড, একেবারেই স্বাভাবিক। বরং, এটা না হলেই পুরুষের জন্য দুশ্চিন্তার বিষয়। অর্থাৎ, ঘুম থেকে উঠলেও যাদের পুরুষাঙ্গ প্রায় সময় শক্ত থাকে না, তাদের যৌন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাদের উচিত হবে, এ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া।

অনেক নারী মনে করেন, সকালে উঠেই পুরুষদের যৌনক্রিয়ার ইচ্ছে বেশি জাগে। আর তা মস্তিষ্কে থাকার কারণে তার পুরুষাঙ্গের উত্থান ঘটে। বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা বলছেন। তাদের মতে, এর সঙ্গে সঙ্গমের তেমন কোনো যোগাযোগ নেই। তাই কারো বন্ধুর বিষয়টি সম্পর্কে জানা না থাকলে আর ওই বন্ধু বিষয়টি নিয়ে আলাপ করে পরামর্শ চাইলে এ বিষয়ে যথাযথ পরামর্শ দেওয়াই উচিত। যৌনতা জীবনের স্বাভাবিক বিষয়। এ নিয়ে জানাশোনার বেলায় রাখঢাকের কিছু নেই।

ব্যাপারটা আরও বিশদে বলা যাক। চিকিৎসার ভাষায়, এভাবে লিঙ্গ শক্ত ও দৃঢ় হয়ে যাওয়াকে বলে 'নকচারনাল পেনাইল টিউমসেন্স'। এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। প্রচলিত ধারণায়, ঘুমন্ত অবস্থায় যৌন উত্তেজক স্বপ্ন দেখে থাকলে পুরুষাঙ্গ শক্ত ও দৃঢ় হয়ে ওঠে। আবার কারও কারও মতে, বেশি পরিমাণ প্রস্রাব জমলে তা চাপ তৈরি করে বলেই পুরুষাঙ্গ শক্ত হয়ে যায়। 

বিশেষজ্ঞরা বলছেন, এর নেপথ্যে রয়েছে টেস্টোস্টেরোন। ঘুম থেকে ওঠার পরে পুরুষের টেস্টোস্টেরোন ক্ষরণের মাত্রা থাকে সর্বাধিক। দিনের মোট ক্ষরণের প্রায় ২৫ থেকে ৫০ শতাংশ এ সময় হয়। আর সেই কারণেই এমন অবস্থা।

তবে শুধুই সকালে নয়। বিশেষজ্ঞরা বলছেন, সারা রাত ঘুমন্ত পুরুষের অন্তত ৫-৬ বার লিঙ্গ দৃঢ় হয়ে ওঠে। এ দৃঢ় হওয়ার নেপথ্যে সব সময় যৌন চিন্তার হাত থাকে না। পুরুষাঙ্গ খুবই সংবেদনশীল। কোনও নরম জিনিসের স্পর্শ পেলেই লিঙ্গ দৃঢ় হয়ে যায়।

বিশেষজ্ঞরা আরও বলেন, টেস্টোস্টেরোন ক্ষরণের মাত্রা এ সময় বেশি মাত্রায় থাকায়, এ সময় সঙ্গম করার জন্য একেবারে পারফেক্ট। তাই 'মর্নিং সেক্সকে' যৌন বিশেষজ্ঞরা এগিয়ে রাখেন।

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হত্যা-সহিংসতা: দ্রুত বিচার ও জানমালের নিরাপত্তায় দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি সিপিবির

🕒 প্রকাশ: ০৩:৩২ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫

তুরস্কে নতুন যুগের বার্তা দিয়ে অস্ত্র সমর্পণ শুরু করেছেন পিকেকে যোদ্ধারা

🕒 প্রকাশ: ০৩:১৮ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার জায়গা করে নিল ইতালি

🕒 প্রকাশ: ০৩:০৯ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫

পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড: চারজনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি

🕒 প্রকাশ: ০২:৫০ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫

শেখ হাসিনার উৎখাতে ভূমিকা রাখা র‍্যাপ, মিম রাজনীতিকে নতুন রূপ দিচ্ছে

🕒 প্রকাশ: ১২:৪৮ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫