ছবি: সংগৃহীত
ইসরায়েল নিজেদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে দক্ষিণ লেবানন থেকে। কারণ, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহারের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তা এরই মধ্যে শেষ হয়ে গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তবে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চুক্তির আওতায় দক্ষিণ লেবানন ত্যাগের জন্য সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) শেষ হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদন বলছে, মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন সেনা প্রত্যাহার করে ইসরায়েল। পুনর্নির্ধারিত সময়সীমা অনুযায়ী অধিকাংশ সেনা প্রত্যাহার করা হবে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সময়সীমার মধ্যে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করা সম্ভব হবে না। ইসরায়েলি শত্রুকে বিশ্বাস করা যায় না বলেও উল্লেখ করেন তিনি।
হা.শা./কেবি
খবরটি শেয়ার করুন