রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুতুলনাচের ইতিকথা’ *** ঢাকা-১৭ আসনে লড়বেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে *** রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ১৩ই নভেম্বর থেকে *** স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তার সম্পদের হিসাব চাইল দুদক *** অনুষ্ঠানের মাঝেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল *** শেখ হাসিনার বিচার চান, ’৭১-এর বিচার চান না কেন: জামায়াতের উদ্দেশে হারুনুর রশীদ *** সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ *** তারেক রহমানের উদ্দেশে ইসি সচিব—‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’ *** নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা *** বারবার ব্যর্থ, অবশেষে স্বামী-স্ত্রী সেজে মাদক কারবারীকে ধরল পুলিশ

কীভাবে বেশিদিন সংরক্ষণ করবেন আম?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৩ পূর্বাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

আম খেতে পছন্দ করেন অনেকেই। কিন্তু সবসময় পাওয়া না যাওয়ায় আমের মৌসুমে অনেকে একবারে কয়েক কেজি পর্যন্ত পাকা আম কিনে রাখছেন। বেশিদিন খাওয়ার জন্য কেউ কেউ ভালো করে আম ধুয়ে ফ্রিজে রাখছেন। তারপরও কয়েক দিনের মধ্যেই সেগুলি কেমন নরম হয়ে যাচ্ছে। আমের বোঁটার কাছ থেকে কালচে ছোপ পড়ছে। এ কারণে আম কীভাবে অনেকদিন পর্যন্ত ভালো রাখবেন তা নিয়ে চিন্তায় পড়ছেন অনেকে। যদিও পুষ্টিবিদেরা বলছেন, পাকা আম বেশি দিন ফ্রিজে না রাখাই ভালো। তাতে ফলের পুষ্টিগুণ কমে যায়। আমের স্বাদও নষ্ট হয়। তাহলে কীভাবে বেশিদিন সংরক্ষণ করবেন আম? চলুন জানা যাক-

আরো পড়ুন : মজাদার নুডলস ফ্রায়েড মোমোর রেসিপি

১. এই গরমে পাকা আম ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে ভালো লাগারই কথা। সে ক্ষেত্রে খাওয়ার আধ-এক ঘণ্টা আগে আমটি ফ্রিজে রেখে দিতে পারেন।

২. আম পুরোপুরি না পাকলে ফ্রিজে রাখা ঠিক নয়। তাহলে আম ভালো ভাবে পাকবে না। ফলটির স্বাদও নষ্ট হয়ে যাবে।

৩. বেশি করে আম কিনলে ঘরের মেঝের এক কোণে কিংবা বিছানার তলায় আম রাখতে পারেন। অনেকে আধপাকা আম বস্তার ভিতর পুরে রাখেন। এই ভাবে রাখলেও আম ভাল থাকে এবং স্বাভাবিকভাবেই পেকে যায়। এই আম খেতেও ভালো লাগে। 

৪. যেখানেই রাখুন না কেন, আমের উপর যেন রোদ এসে না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন। তা হলে পাকা আম বেশি দিন ভালো থাকবে না। আম ভালো রাখতে চাইলে পুরনো খবরের কাগজ দিয়ে মুড়ে রাখুন । এতে ফলের স্বাদ-গন্ধ অটুট থাকবে।

৫. পাকা আম দীর্ঘ দিন রাখতে চাইলে আমের খোসা ছাড়িয়ে, আঁটি বাদ দিয়ে চটকে ক্বাথ বার করে নিন। তার পর বায়ুরোধী পাত্রে সেই ক্বাথ ভরে রেখে দিন। এতে বেশ কিছুদিন আম ভালো থাকবে।

এস/ আই.কে.জে/

আম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250