বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

মাঠে ফেরার লড়াইয়ে নেইমার, লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

অস্ত্রোপচার পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন ব্রাজিলীয় তারকা ফরোয়ার্ড নেইমার। গত ২২শে ডিসেম্বর তার বাঁ হাঁটুতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করা হয়। ২০২৬ বিশ্বকাপ ফুটবলে জাতীয় দলে নিজের জায়গা পুনরুদ্ধার করাই এখন তার প্রধান লক্ষ্য।

আগামী ৫ই ফেব্রুয়ারি ৩৪ বছরে পা দেবেন নেইমার। হাঁটুর মেনিসকাসের সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন তিনি। তবে ক্লাব সান্তোসকে রেলিগেশন বা অবনমন থেকে বাঁচাতে অস্ত্রোপচার পিছিয়ে দিয়ে মৌসুমের শেষ ম্যাচগুলোতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

অস্ত্রোপচারের আগে শেষ চার ম্যাচে ৫টি গুরুত্বপূর্ণ গোলও করেন এই ফরোয়ার্ড। পরবর্তীতে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক ডক্টর রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

নেইমারের বাবা ও এজেন্ট নেইমার দ্য সিলভা সান্তোস সিনিয়র জানিয়েছেন, সাম্প্রতিক ইনজুরির ধাক্কায় নেইমার একবার ফুটবল থেকে অবসরের চিন্তাও করেছিলেন। তবে সেই মানসিকতা কাটিয়ে তিনি এখন বিশ্বকাপের দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন। চলতি সপ্তাহের শুরুতে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদও এ বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছেন তিনি।

ইএসপিএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে জিম সেশনে অংশ নিয়েছেন নেইমার। সেখানে বাম হাঁটুর শক্তি বাড়ানোর জন্য তিনি বিশেষ কিছু ব্যায়াম করেছেন। আশা করা হচ্ছে, চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া ২০২৬ ব্রাজিলিয়ান সেরি-এ মৌসুমের শুরু থেকেই তাকে মাঠে পাওয়া যাবে।

দেশের হয়ে ১২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে এসিএল  এবং মেনিসকাস ছিঁড়ে যাওয়ার পর আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। ৭৯ গোল নিয়ে বর্তমানে তিনি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এবং ম্যাচ খেলার দিক থেকে কিংবদন্তি কাফুর ঠিক পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250