সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা *** রোনালদোকে যে লড়াইয়ে চাপে রেখেছেন মেসি *** আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়: এনসিপি

৯ বছর পর মালিককে দেখে চিনে ফেলল কুকুর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর একটি কবিতার প্রথম দুটি চরণ-

তুমি বরং কুকুর পোষো,

প্রভুভক্ত খুনসুটিতে কাটবে তোমার নিবিড় সময়। 

প্রাণীদের মধ্যে কুকুর খুবই প্রভুভক্ত। মালিকের জন্য জীবনও বিলিয়ে দিতে পারে এ প্রাণীটি। এসব কারণেই হয়তো কুকুরের প্রতি মানুষের আজন্ম এক অকৃত্রিম ভালোবাসা রয়েছে। আর এমনই একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে লাস ভেগাসে। প্রায় ৯ বছর পর মালিককে ফিরে পেল একটি কুকুর।

সালটা ২০১৫, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ২৮ বছর বয়সী মোনারেজ। সঙ্গে থাকত ২ বছর বয়সী তার পোষা কুকুর গিজমো। হঠাৎ একদিন বাড়ির পেছনের গেট দিয়ে বের হয়ে আর ফিরে আসেনি কুকুরটি। এরপর কেটে গেছে প্রায় ৯ বছর।

ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি শেষে শিক্ষকতা পেশা শুরু করেছেন মোনারেজ। বয়স হয়েছে ৩৭। তাই বলে গিজমোর প্রতি ভালোবাসার কমতি হয়নি তার। সবসময় খুঁজে বেড়াতেন হারানো কুকুরকে।

আরো পড়ুন : সমুদ্রের অতলে তৈরি হচ্ছে ‘ডার্ক অক্সিজেন’!

এরপর গত ১৭ই জুলাই পশু হাসপাতালের একটি মেইল পান মোনারেজ। সঙ্গে সঙ্গেই তিনি ছুটে যান সেখানে। ৯ বছর পরও নাম ধরে ডাকতেই সাড়া দেয় গিজমো। তার মাইক্রোচিপ স্ক্যান করে পশু চিকিৎসকরা নিশ্চিত হন এটাই বহুদিন আগে হারিয়ে যাওয়া মোনারেজের পোষা কুকুর।

এক সাক্ষাৎকারে মোনারেজ জানান, ৯ বছরে অনেকটাই পাল্টে গেছে গিজমো। তাকে অসুস্থ অবস্থায় এক মহিলা খুঁজে পান। এরপর শহরের ওই পশু হাসপাতালে রেখে যান তিনি।

মোনারেজের মতে, এত বছর পর গিজমোকে খুঁজে পাওয়া একটি অলৌকিক ঘটনা। ৯ বছরে তারও বয়স বেড়ে ১১ হয়েছে। এখন অনেকটাই অসুস্থ। গিজমোকে বাড়িতে নিয়ে আসেন মোনারেজ। নিজের কাছে রেখেই কুকুরটিকে চিকিৎসা দিচ্ছেন তিনি।

এস/ আই.কে.জে/

প্রাণী কুকুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন