ছবি: সংগৃহীত
কবি ও সাংবাদিক মাহবুব মোর্শেদ মনে করেন, ২০২৪ সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আবার ফেরানোর আয়োজনটা গত বছরের ৫ই আগস্টের পর থেকেই শুরু করেছেন ইসলামপন্থীরা। এ বিষয়ে শহুরের মধ্যবিত্তেরা সম্ভবত মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলেও তার অভিমত। গতকাল সোমবার (২৪শে নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক (এমডি) মাহবুব মোর্শেদ পোস্টে বলেন, আওয়ামী লীগকে ফেরানোর আয়োজনটা ৫ই আগস্টের পর থেকেই শুরু করেছেন ইসলামপন্থীরা। শহুরে মধ্যবিত্ত সম্ভবত মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। উগ্রবাদীরা গণঅভ্যুত্থানটিকে খেয়ে দিল। সামনে আশা খুব কম।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদ। তাকে দুই বছর মেয়াদের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ।
সাংবাদিকতার ক্যারিয়ারে মাহবুব মোর্শেদ কাজ করেছেন দৈনিক আজকের কাগজ, যায়যায়দিন, প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ ও দেশ রূপান্তর পত্রিকায়। ২০২৪ সালে ক্ষমতার পালাবদলে সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যে পরিবর্তনের হওয়া বয়ে যায়, সেই ধারায় বাসসের এমডির দায়িত্ব পান তিনি।
খবরটি শেয়ার করুন