শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ! *** ভারতের মথ ডাল এ দেশে এসে মুগ ডাল হয়ে যাচ্ছে কেন *** জাহানারা ইমামের ব্যক্তিগত বই কেজি দরে বিক্রি করেছে বাংলা একাডেমি *** ‘শেখ হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা ফাঁস করল বিবিসি’ *** বিএনপি আলোচনায় বসতে রাজি নয়, জানালেন জামায়াত নেতা *** মঞ্জুরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আরেক নারী ক্রিকেটারের *** ‘তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন’

নবজাতকের মৃত্যুতে ভুয়া চিকিৎসকের জেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে এক ভুয়া ডাক্তারকে দুই বছরের কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হাসেন শামীম অভিযুক্তকে কারাদণ্ড ও জরিমানা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আবদুল আল মারুফও উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) নাদির হাসেন শামীম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাজা পাওয়া সুজন আলী উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। বড় ভাইয়ের ডাক্তারি সনদে চিকিৎসা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে কারণে সম্প্রতি তার চিকিৎসাধীন দুই দিনের এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নাদির হোসেন শামীম বলেন, গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের ডিএমএফ ডা. শরিফুল ইসলাম নিজ গ্রাম মোহাম্মদপুরে ফার্মেসি ও চেম্বার খুলেছেন। সেখানে নবজাতকসহ শিশু রোগী দেখেন তিনি। এলাকার মানুষের কাছে শিশু বিশেষজ্ঞ নামে পরিচিত তিনি। ডা. শরিফুলের অনুপস্থিতিতে তার ছোট ভাই সুজন আলী রোগী দেখেন। বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার বাওট গ্রামের মনিরুল ইসলামের দুই দিনের নবজাতককে চিকিৎসা দেন সুজন আলী। অ্যান্টিবায়োটিকসহ দিয়েছেন তিন বোতল সিরাপ। সিরাপ খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়ে নবজাতকটি। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। 

আরও পড়ুন: মরা মুরগি বিক্রি করায় ব্যবসায়িকে ৬ মাসের জেল

এ ঘটনায় ওই চেম্বারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার সুজন আলীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসকে/ 

ভুয়া চিকিৎসক নবজাতকের মৃত্যু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250