রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা দৃশ্যমান হয়ে উঠছে: তারেক রহমান *** ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষিকাকে পুনর্বহালে সময় দিল শিক্ষার্থীরা *** মোদির পর চীনে পুতিন *** প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি শিগগির, কমিটি গঠন *** চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে সংঘর্ষে ‘উসকানি’ দেওয়া উদয় কুসুমকে বিএনপি থেকে বহিষ্কার *** বাংলাদেশে খেলতে এসে কনটেন্ট বানাচ্ছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার *** এক বছরে ১২৩টি সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: আসিফ মাহমুদ *** বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময়ে পরিবর্তন *** এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল যমুনায়

মায়োর্কার জালে পাঁচবার বল পাঠিয়ে তিন গোল বাতিল রিয়ালের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৬ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোমরে হাত দিয়ে ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ততক্ষণে শেষ বাঁশি বেজেছে। মায়োর্কার বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-১ গোলে। আর রিয়ালের জয়টাও পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়িয়ে। তবু যেন এমবাপ্পের মনের মতো ম্যাচটা হয়নি।

এমন না যে ভালো খেলেননি। মায়োর্কার বক্সে কিছু মুভ ছিল স্ফুলিঙ্গের মতো। গোল করার অভ্যাসটাও সঙ্গে ছিল;এই ম্যাচের আগে লা লিগায় রিয়ালের সর্বশেষ ১৫ গোলের ১২টাই তার।

মায়োর্কার বিপক্ষে অভ্যাসটা আরও পুষ্ট হবে, সেটাই তো স্বাভাবিক। এমবাপ্পেও চেষ্টার কমতি রাখেননি। সার্জনের মতো দক্ষতায় লক্ষ্যভেদ করেছেন দুবার। কিন্তু গোল হয়নি। দুবারই অফসাইডের ভুল খুঁজে পেয়েছে বেরসিক ভিএআর। লা লিগার নতুন মৌসুমে তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রথমবারের মতো গোলবঞ্চিত থাকতে হয় এমবাপ্পেকে।

তবে এই ম্যাচে ভিএআর নিয়ে বিতর্কে এমবাপ্পের গোল বাতিল নয়, আরদা গুলেরের বাতিল হওয়া গোলটি থাকবে আলোচনায়। ৫৮ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের শট থেকে বাঁচতে দুই হাত বুকের ওপর রাখেন ‘তুর্কি মেসি’ গুলের।

বল তার হাতে লেগে জালের দিকে যাচ্ছিল, মায়োর্কা গোলকিপার লিও রোমানেরও ঠেকালেও ফিরতি বল গুলেরের সামনে এসে পড়ে। আলতো শটে গুলের সহজেই জালে জড়ান। কিন্তু ভিএআর জানিয়ে দেয়, হ্যান্ডবলের অপরাধে গোলটি বাতিল! রাগে ফুঁসছিল সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারি। দুই অর্ধ মিলিয়ে মোট তিনটি গোল বাতিল কোন সমর্থক মানবেন!

তবে ৭২ মিনিটে উঠে যাওয়ার আগে পুরো ম্যাচে দারুণ খেলা গুলের কিন্তু স্কোরকার্ডে নাম লেখাতে পেরেছেন। ৩৭ মিনিটে তার গোলের রিপ্লে দেখে মনে হতে পারে, এর চেয়ে সহজ কাজ বুঝি পৃথিবীতে আর নেই!

কর্নার থেকে উড়ে আসা বলে ডিন হাউসেনের হেড যেন চামচে করে রসগোল্লা হয়ে গুলেরের মাথায় পড়েছে! মায়োর্কার পোস্টের সামনে একদম ফাঁকায় দাঁড়ানো গুলের হেড করে রিয়ালকে সমতায় ফেরান।

১৮ মিনিটে মায়োর্কার ভেদাত মুরিচির গোলটি ছিল খেলার ধারার বিপরীতে। কর্নার থেকে হেডে গোল করেন কসোভো স্ট্রাইকার। তার আগে ৬ মিনিটে ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের অসাধারণ ক্রস থেকে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেছিলেন এমবাপ্পে। অফসাইডে সেটা ছিল প্রথম গোল বাতিল। প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে দ্বিতীয় গোল বাতিল হয় এমবাপ্পের।

রিয়ালের জয় এনে দেওয়া গোলটি একাদশে ফেরা ভিনিসিয়ুসের। গুলের গোল করার ৭৩ সেকেন্ডের মধ্যে বাঁ প্রান্ত দিয়ে বল টেনে বক্সে ঢোকেন ব্রাজিল তারকা। গোল করেন বাঁ পায়ের দারুণ শটে।

জে.এস/

আরদা গুলে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন