শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রাতের অন্ধকারে প্রাণীদের চোখ জ্বলজ্বল করে, কিন্তু কেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ১১ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাতের বেলায় দেখে থাকবেন যে বিড়াল, কুকুর বা অন্যান্য প্রাণীর চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে। এছাড়াও জঙ্গলের পাশ দিয়ে গেলে যদি কোনও প্রাণী দেখতে পান তাহলে অবশ্যই তার চোখ জ্বলতে দেখবেন। অনেকেই আবার এই চোখ জ্বলতে দেখে ভয় পেয়ে যান। তবে অন্ধকারে প্রাণীদের চোখ জ্বলজ্বল করে কেন?

প্রাণীদের চোখ মানুষের থেকে কিছুটা আলাদা। তারা অন্ধকারে বা কম আলোতেও দেখতে পায়। এর ফলে তারা অন্ধকারে শিকার করতে পারে বা শিকারির হাত থেকে পালাতে পারে।

 আরো পড়ুন : পুঁটি মাছ খেলে শরীরে কী হয়?

সাধারণত বিড়াল প্রজাতির প্রাণীদের চোখ অন্ধকারে বেশি জ্বলজ্বল করে। যেমন — বিড়াল, বাঘ, সিংহ, চিতা ইত্যাদি। এক রিপোর্ট অনুযায়ী মানুষের চোখের রেটিনার তুলনায় পশুদের চোখের রেটিনা ৫০% বড়। অন্ধকারেও এসব প্রাণীদের চোখের রেটিনা আরও বড় হয়ে যায়।

আমরা যদি বিড়ালের চোখ সম্পর্কে বলি, মানুষের চোখের চেয়ে অনেক বেশি আলোক সংবেদনশীল কোষ থাকে, যাকে রড কোষ বলা হয়। রড কোষের কারণে এরা অন্ধকারে মানুষের চেয়ে অনেক ভালো দেখতে পায়।

প্রাণীদের চোখের রেটিনার পিছনে ট্যাপেটাম লুসিডাম নামক একটি কোষ থাকে, যা মানুষের মধ্যে নেই। এই কোষের কাজ হল আলো গ্রহণ করা এবং এটিকে সংকেতে রূপান্তরিত করে মস্তিষ্কে পাঠানো। এই কোষের কারণেই প্রাণীদের চোখ অন্ধকারে জ্বলজ্বল করে।

এস/  আই.কে.জে


প্রাণী চোখ

খবরটি শেয়ার করুন