সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা

খুশকি তাড়াতে বানিয়ে নিন নিমের শ্যাম্পু!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

শীতকালে বেশিরভাগ মানুষই খুশকির সমস্যায় ভুগে থাকেন। তেল বা শ্যাম্পু দিয়েও এ সমস্যা থেকে মুক্তি মেলে না অনেকের। তাই দোকান থেকে রাসায়নিক দেওয়া খুশকিনাশক (অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু) কিনে আনেন। কিন্তু এসব শ্যাম্পুর মধ্যে এমন সব রাসায়নিক থাকে যে, সেগুলি খুশকির সঙ্গে সঙ্গে মাথার ত্বকের নিজস্ব তেল ধুয়ে সাফ করে দেয়। ফলে চুল হয়ে পড়ে রুক্ষ, নিষ্প্রাণ। তাহলে প্রশ্ন হলো খুশকি তাড়ানোর সমাধান কি? অনেকেরই জানা এর উওর, এ ক্ষেত্রে নিম বেশ কার্যকরী। নিমের তেল মাখলে বা নিমপাতা ফোটানো পানি দিয়ে চুল ধুলে মাথার ত্বকের সংক্রমণজনিত সমস্যা রোধ করা যায়। তাই খুশকি তাড়াতে বানিয়ে নিন নিমের শ্যাম্পু।

বাড়িতে শ্যাম্পু বানানোর পদ্ধতি-

১) প্রথমে চুলায় একটি পাত্রে পরিমাণ মতো পানি ফুটতে দিন।

২) তার মধ্যে দিয়ে দিন ৭-৮টি রিঠা। আঁচ একেবারে কমিয়ে রাখতে হবে।

৩) রোদে শুকনো করা আমলকি এক মুঠো দিয়ে দিন ওই পানিতে।

৪) মিনিট দশেক ফুটিয়ে নিন। একেবারে শেষে দিতে হবে নিমপাতা।

৫) এক মুঠো নিমপাতা দিয়ে গ্যাস বন্ধ করে দিন। পাত্রের মুখে ঢাকনা দিয়ে রাখুন মিনিট পাঁচেক।

আরো পড়ুন : আপনার লিপস্টিক কতটা নিরাপদ?

৬) ওই মিশ্রণ একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভাল করে চটকে নিন।

৭) পাতলা সুতির কাপড়ে ছেঁকে অবশিষ্টাংশ বাদ দিয়ে দিন।

৮) এরপর  প্রথমে পানি দিয়ে চুল ভিজিয়ে নিন। তারপর এই তরল মাথার ত্বকে মেখে নিন।

৯) হাতের আঙুল দিয়ে মাসাজ করুন কিছুক্ষণ। পুরো চুলে ওই তরল মেখে রাখুন।

১০) সময় নিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

কিন্তু হাতে যদি এত সময় না থাকে তা হলে কী করবেন?

নিত্য ব্যবহারের যে কোনো শ্যাম্পুর সঙ্গে অল্প নিমপাতা ফোটানো জল বা নিমপাতার গুঁড়ো মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণ দিয়ে শ্যাম্পু করুন। খুশকি, মাথার ত্বকে কোনো রকম সংক্রমণ, পরজীবীর উপদ্রব বা কোনো সমস্যাই থাকবে না।

সূত্র : আনন্দবাজার

এস/কেবি


নিমের শ্যাম্পু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250