ছবি: সংগৃহীত
শীতকালে বেশিরভাগ মানুষই খুশকির সমস্যায় ভুগে থাকেন। তেল বা শ্যাম্পু দিয়েও এ সমস্যা থেকে মুক্তি মেলে না অনেকের। তাই দোকান থেকে রাসায়নিক দেওয়া খুশকিনাশক (অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু) কিনে আনেন। কিন্তু এসব শ্যাম্পুর মধ্যে এমন সব রাসায়নিক থাকে যে, সেগুলি খুশকির সঙ্গে সঙ্গে মাথার ত্বকের নিজস্ব তেল ধুয়ে সাফ করে দেয়। ফলে চুল হয়ে পড়ে রুক্ষ, নিষ্প্রাণ। তাহলে প্রশ্ন হলো খুশকি তাড়ানোর সমাধান কি? অনেকেরই জানা এর উওর, এ ক্ষেত্রে নিম বেশ কার্যকরী। নিমের তেল মাখলে বা নিমপাতা ফোটানো পানি দিয়ে চুল ধুলে মাথার ত্বকের সংক্রমণজনিত সমস্যা রোধ করা যায়। তাই খুশকি তাড়াতে বানিয়ে নিন নিমের শ্যাম্পু।
বাড়িতে শ্যাম্পু বানানোর পদ্ধতি-
১) প্রথমে চুলায় একটি পাত্রে পরিমাণ মতো পানি ফুটতে দিন।
২) তার মধ্যে দিয়ে দিন ৭-৮টি রিঠা। আঁচ একেবারে কমিয়ে রাখতে হবে।
৩) রোদে শুকনো করা আমলকি এক মুঠো দিয়ে দিন ওই পানিতে।
৪) মিনিট দশেক ফুটিয়ে নিন। একেবারে শেষে দিতে হবে নিমপাতা।
৫) এক মুঠো নিমপাতা দিয়ে গ্যাস বন্ধ করে দিন। পাত্রের মুখে ঢাকনা দিয়ে রাখুন মিনিট পাঁচেক।
আরো পড়ুন : আপনার লিপস্টিক কতটা নিরাপদ?
৬) ওই মিশ্রণ একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভাল করে চটকে নিন।
৭) পাতলা সুতির কাপড়ে ছেঁকে অবশিষ্টাংশ বাদ দিয়ে দিন।
৮) এরপর প্রথমে পানি দিয়ে চুল ভিজিয়ে নিন। তারপর এই তরল মাথার ত্বকে মেখে নিন।
৯) হাতের আঙুল দিয়ে মাসাজ করুন কিছুক্ষণ। পুরো চুলে ওই তরল মেখে রাখুন।
১০) সময় নিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
কিন্তু হাতে যদি এত সময় না থাকে তা হলে কী করবেন?
নিত্য ব্যবহারের যে কোনো শ্যাম্পুর সঙ্গে অল্প নিমপাতা ফোটানো জল বা নিমপাতার গুঁড়ো মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণ দিয়ে শ্যাম্পু করুন। খুশকি, মাথার ত্বকে কোনো রকম সংক্রমণ, পরজীবীর উপদ্রব বা কোনো সমস্যাই থাকবে না।
সূত্র : আনন্দবাজার
এস/কেবি