ছবি: সংগৃহীত
প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) যেন গোলের উৎসবই সাজালো। প্রথম আধা ঘণ্টাতেই চারবার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শিরোপাধারীরা। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন পর্তুগিজ তারকা জোয়াও নেভেস।
শেষ দিকে দুটি গোল করেও বড় হার এড়াতে পারেনি তুলুজ। শেষ পর্যন্ত ফরাসি লিগ ওয়ানে তুলুজকে ৬-৩ গোলে উড়িয়ে দিল পিএসজি। দুটি গোল করেছেন উসমান দেম্বেলে, একবার জালের দেখা পেয়েছেন তরুণ তারকা ব্র্যাডলি বারকোলা। খবর ডেইলি মেইলের।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। দেম্বেলের বাড়ানো বল থেকে বাইসাইকেল কিকে গোল করেন নেভেস। দুই মিনিট পর ফাবিয়ান রুইজের থ্রু পাস থেকে জালে বল পাঠান বারকোলা।
কর্নার থেকে ভেসে আসা বলে তৃতীয় গোলটিও বাইসাইকেল কিকে করেন নেভেস। যেটা নেভেসের দ্বিতীয় গোল। ২৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান দেম্বেলে। তবে বিরতির আগে তুলুজের চার্লি ক্রেসওয়েল একটি গোল শোধ দেন।
বিরতির পরও গোলের বন্যা থামেনি। ৫১ মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করেন দেম্বেলে। ৭৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শটে হ্যাটট্রিক পূর্ণ করেন নেভেস। শেষ দিকে ইয়ান ও আলেক্সিসের গোল তুলুজকে কিছুটা স্বস্তি দিলেও হার এড়াতে পারেনি তারা।
এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ ওয়ান টেবিলের শীর্ষে আছে পিএসজি। অন্যদিকে, প্রথম হারের স্বাদ পাওয়া তুলুজ ৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে।
জে.এস/
খবরটি শেয়ার করুন