শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

তৃতীয় স্ত্রীতে মজেছেন শোয়েব, সানিয়া কার প্রেমে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সানিয়া ভক্তদের জানা তার প্রথম প্রেম টেনিস। সেই ছয় বছর বয়স থেকে মেতে আছেন টেনিস নিয়ে। পেশাদার টেনিস থেকে অবসর নেন গত বছর। এরপর থেকে নিজেকে জড়িয়ে রেখেছেন এই খেলার সঙ্গে।

টেনিসের বড় বড় প্রতিযোগিতায় তাকে দেখা যায় বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে। এদিকে তৃতীয় বিয়ে সেরে ফেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। সদ্য প্রাক্তন স্বামী শোয়েব মালিক যখন তৃতীয় বিয়ের ছবি প্রকাশ করছেন, সে সময় সানিয়াও মেতেছিলেন নিজের প্রথম প্রেম টেনিস নিয়ে।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে, সদ্যবিবাহিতা স্ত্রী সানা জাভেদের সঙ্গে তার একটি ছবি পোস্ট করেন পাকিস্তানের অলরাউন্ডার। এর আধ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। শোয়েব যখন তৃতীয় স্ত্রীকে নিয়ে মেতে আছেন। তখন সানিয়া মির্জা মগ্ন ছিলেন তার প্রথম প্রেমে।

অবশ্য এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। মেলর্বোনে চলছে বছরের প্রথম গ্ল্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। সেখানে ধারাভাষ্য নিয়ে ব্যস্ত আছেন সানিয়া মির্জা।

টেলিভিশনের পর্দায় আসার আগে সেরে নেন প্রয়োজনীয় সাজ্জসজ্জা। সেই ছবি দেন সামাজিক মাধ্যমের স্টোরিতে। ছবির সঙ্গেই লিখে দিয়েছিলেন, তাকে কে সাজিয়েছেন। তার সাজসজ্জাই বা কারা সরবরাহ করেছেন।

প্রায় আধ ঘণ্টার তফাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সানিয়া এবং শোয়েবের পোস্ট নজর কেড়েছে ক্রীড়াপ্রেমীদের। সাবেক স্বামীর নতুন সংসার থেকে নিজেকে দূরে রাখতে টেনিসে মজে থাকায় সানিয়ার প্রশংসাও করেছেন অনেকে।

আরো পড়ুন: ‘শেষ বাজি’ সিনেমার বিশেষ আইটেম গানে প্রিয়া অনন্যা

২০১০ সালে শোয়েব-সানিয়ার পথচলা শুরু হয় একসঙ্গে। তাদের সংসারে আছে পাঁচ বছর বয়সী সন্তান ইজহান। এর আগে গত বছরের নভেম্বর থেকে দুই তারকার বিবাহবিচ্ছেদের গুঞ্জন চাউর হয়। কিন্তু দুজনে মিলে দ্য মির্জা-মালিক শো—অনুষ্ঠান শুরু করে। এরপর থেমে যায় সেই গুঞ্জন।

সানিয়া মির্জাকে বিয়ে করার কিছুদিন আগে চাউর উঠে ভারতের হায়দরাবাদের আয়েশা সিদ্দিকীর সঙ্গে ২০০২ সালে বিবাহবন্ধনে আবন্ধ হন শোয়েব মালিক। আয়েশার দাবি নাকচ করে দেন পাকিস্তানি অলরাউন্ডার।

সানিয়াকে বিয়ে করার কিছুদিন আগে আয়েশাকে ডিভোর্স দেন শোয়েব মালিক। আয়েশা-সানিয়ার পর এবার সানায় মজে আছেন শোয়েব। আর সানিয়ার তার প্রথম প্রেম টেনিস নিয়ে ব্যস্ত।

এসি/ আই.কে,জে/




শোয়েব সানিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন