বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

কথা ফুটেছে ইরানের দুই নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর মুখে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজায় চলমান গণহত্যার মধ্যেই ইরানে ইসরায়েলের হামলা এবং এর জের ধরে মধ্যপ্রাচ্যে যে অশান্তির বিষবাষ্পের উদ্‌গিরণ শুরু হয়েছে, তা বৈশ্বিক আতঙ্ক জাগিয়ে তুলেছে। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রথমে ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যা এবং এর জবাবে ইসরায়েলে ইরানের প্রত্যাঘাত যে নতুন সংঘাতের সূচনা করেছে, তা স্পষ্টতই অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধে মোড় নিচ্ছে।

ইসরায়েলের দিক থেকে ‘তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে’ বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং ইরান হুঁশিয়ারি দিয়েছে—ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্স যদি ইসরায়েলকে রক্ষায় সামরিক হস্তক্ষেপ করে, তাহলে ইরান ওই দেশগুলোর মধ্যপ্রাচ্য অঞ্চলের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। 

প্রতিমুহূর্তে নতুন নতুন মাত্রায় মোড় নিতে থাকা এ উত্তেজনার আঞ্চলিক পরিসর থেকে বৈশ্বিক উত্তেজনায় রূপান্তরিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে।

আজকের ইসরায়েল-ইরান সংঘাতের নেপথ্যে পশ্চিম তথা আমেরিকার দায় যে অনেকখানি, তা স্পষ্টতই প্রতিভাত হচ্ছে। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাশ টেনে ধরা প্রশ্নে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতা অথবা অনিচ্ছা এ অশান্তির পেছনে বড় নিয়ামক হিসেবে ভূমিকা রেখেছে। তবে ইরান–ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই শান্তিবাদীরা দৃঢ় কণ্ঠে বলছেন, বিশ্বকে বাঁচাতে এ যুদ্ধ থামাতেই হবে।

এমন পরিস্থিতিতেও ইরানের দুই নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি এবং শিরিন এবাদী ইরানের পক্ষে কিছু বলছিলেন না। এ কারণে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সমালোচনার শিকার হচ্ছিলেন। অবশেষে ইরান-ইসরায়েল যুদ্ধের আজ বৃহস্পতিবার (১৯শে জুন) সপ্তম দিনে কথা বলেছেন তারা।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদি ও শিরিন এবাদী।

‘ধ্বংস নয়, সংলাপ বেছে নিন’— এ বার্তা দিয়ে তারা নোবেল উইমেন’স ইনিশিয়েটিভ ওয়েবসাইটে এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, তা শুধু ভোগান্তিই বাড়াচ্ছে না, বরং তা গোটা অঞ্চলজুড়ে এবং বৈশ্বিকভাবে বিস্তৃত সংঘাতের আশঙ্কাও তৈরি করছে। নারীদের, শিশুদের— সাধারণ নাগরিকদের জীবন এখন চরম ঝুঁকিতে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ যুদ্ধ থামাতে হবে। আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, উভয় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা বন্ধ এবং মানবাধিকার রক্ষার আহ্বান জানাই। পাশাপাশি, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিও মেনে চলা উচিত।’

২০০৩ সালের নোবেলজয়ী শিরিন এবাদী বর্তমানে ব্রিটেনে নির্বাসনে আছেন। তিনি ইরানে গণতন্ত্র, নারী ও শিশু অধিকার এবং শরণার্থীদের পক্ষে কাজ করার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পান।

২০২৩ সালের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি ইরানে মৃত্যুদণ্ডের বিরোধিতা ও নারীর অধিকারের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন। বর্তমানে তিনি তেহরানের কারাগারে দীর্ঘমেয়াদি সাজা ভোগ করছেন।

এ দুই শান্তিকর্মীর আহ্বান এমন এক সময়ে এল, যখন যুদ্ধের কারণে ইরান ও ইসরায়েল উভয় দেশে বহু সাধারণ নাগরিক হতাহত হচ্ছেন এবং যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250