শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নারীর প্রতি সংবেদনশীলতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি: সুখবর

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিশুর কোমল মনে মা ও মেয়েদের  প্রতি সৌহার্দ্য,  সম্প্রীতি, সংবেদনশীলতা, শ্রদ্ধা ও সম্মানবোধ জাগ্রত করার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বুধবার (৬ই মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডিপ্লোমেটিক কারেসপনডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ-(ডি-ক্যাব) আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

তিনি বলেন, নারীর জন্য বিনিয়োগ বাড়াতে হবে, এ বিনিয়োগ তার আর্থিক ক্ষমতা সৃষ্টি করবে এবং এর মাধ্যমে সিদ্ধান্তগ্রহণে নারী সক্ষমতা অর্জন করবে। 

আরও পড়ুন: রমজানে প্রাথমিক স্কুলের নতুন সময়সূচি

সংগঠনের সভাপতি নুরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন, লেখক শামীম আজাদ, ডি-ক্যাব সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু প্রমুখ বক্তৃতা করেন।

এসকে/ এএম/ 

নারীর প্রতি সংবেদনশীলতা পাঠ্যপুস্তক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন