শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায় *** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন

ইরান দ্রুত যুদ্ধবিরতি ও পরমাণু আলোচনায় ফিরতে চায়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরান জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরারম্ভ চেয়ে আমেরিকা ও ইসরায়েলকে বার্তা পাঠাচ্ছে। সোমবার (১৬ই জুন) একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে আমেরিকা-ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান আরব মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলের কাছে বার্তা পাঠিয়েছে, যাতে যুদ্ধবিরতির পথ খুলে দেওয়া হয় এবং আলোচনার টেবিলে ফিরে আসা যায়। এ লক্ষ্যে কাতার, সৌদি আরব এবং ওমানকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে অনুরোধ জানানো হয়েছে। বিনিময়ে ইরান পারমাণবিক আলোচনা নিয়ে নমনীয় অবস্থান গ্রহণ করতে প্রস্তুত বলে জানিয়েছে।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে দুজন ইরানি ও তিনজন আঞ্চলিক সূত্র নিশ্চিত করেন যে, তেহরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং আলোচনার পরিবেশ তৈরি করতে আমেরিকার সক্রিয় ভূমিকা চায়।

অন্যদিকে জি-৭ সম্মেলনের খসড়া যৌথ বিবৃতিতে ইসরায়েল-ইরান উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়। খসড়ায় বৈশ্বিক বাজার, বিশেষ করে জ্বালানি নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই সঙ্গে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের স্বীকৃতিও দেওয়া হয়।

তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ খসড়া বিবৃতিতে স্বাক্ষরের ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেন বলে সিবিএস নিউজ জানিয়েছে। ওই খসড়ায় ইরানের তৎপরতা পর্যবেক্ষণ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং শান্তির প্রতি প্রতিশ্রুতির বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক অবস্থান নেয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নির্ভর করবে আমেরিকার অবস্থানের ওপর। ইরান যুদ্ধ থামাতে আগ্রহী হলেও সম্মানজনক অবস্থান বজায় রেখে আলোচনায় ফিরতে চায়।

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন