শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

তিন দিনে ৪৪ ট্রাক ত্রাণসামগ্রী পাঠালো বৈষম্যবিরোধী আন্দোলন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যাকবলিত মানুষের জন্য গত তিনদিনে ৪৪ ট্রাক ত্রাণসামগ্রী ও ২০ হাজারের বেশি রিলিফ প্যাকেজ পাঠিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে  শনিবার ১৯ ট্রাক ত্রাণসামগ্রী ও ২০ হাজার রিলিফ প্যাকেজ বন্যাকবলিত এলাকায় পাঠানো হয়েছে।

রোববার (২৫শে আগস্ট) বিকেল সোয়া ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন ও নাদিম শুভ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

ত্রাণসামগ্রী ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়।

রিলিফ প্যাকেজগুলো টিএসসি থেকে ছোট-বড় ট্রাকে করে জাহাঙ্গীর গেট দিয়ে নৌবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে নৌবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে দুর্গত এলাকায় পৌঁছে দেয়।

সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন বলেন, বড় একটি ট্রাক বা লরিতে ৭০০-৮০০ রিফিল প্যাকেট রাখা যায়। সে হিসেবে গতকাল ১৯ ট্রাক ত্রাণসামগ্রী দুর্গত এলাকায় গেছে, বাকি আরও প্রায় ৪০ ট্রাক ত্রাণসামগ্রী নৌবাহিনীর মাধ্যমে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে ত্রাণসামগ্রী কম পৌঁছাচ্ছে সেদিকে ত্রাণসামগ্রী পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। 

ওআ/কেবি

বৈষম্যবিরোধী আন্দোলন

খবরটি শেয়ার করুন