ছবি: সংগৃহীত
বর্ষা ঋতুর দ্বিতীয় মাস শ্রাবণ শেষই হয়নি, কিন্তু হঠাৎ করেই কমে গেছে বৃষ্টি। আর তাতে বেড়েছে তাপ। গতকাল সোমবার (১১ই আগস্ট) বৃষ্টির পরিমাণ অনেকটা কমে গেছে। দেশের কোনো কোনো স্থানে তাপপ্রবাহও বয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবারও তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। দুয়েক স্থানে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও আছে আবহাওয়ার বার্তায়। তবে এরই মধ্যে আবার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। তাতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
জুন মাসে অন্তত ২০ শতাংশ কম বৃষ্টি হলেও জুলাইয়ের বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিক। চলতি আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস আছে। মাসের শুরুতে বৃষ্টি হলেও হঠাৎ করেই তা কমতে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ মঙ্গলবার তাপমাত্রা আগের দিনের মতোই থাকতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়তেও পারে কোনো কোনো স্থানে। আজ রংপুর বিভাগের অনেক স্থানে বৃষ্টির পূর্বাভাস আছে। এর পাশাপাশি রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানেও বৃষ্টি হতে পারে।
জে.এস/
খবরটি শেয়ার করুন