ছবি: সংগৃহীত
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ বৃহস্পতিবার (২০শে মার্চ) রাতে নেদারল্যান্ডসের মাঠে খেলবে স্পেন। ফিরতি লেগ আগামী রোববার (২৩শে মার্চ) স্পেনের মাঠে। দেশটির প্রথম মুসলমান ফুটবলার হিসেবে ম্যাচ দুটি রোজা রেখে খেলবেন লামিনে ইয়ামাল। এ নিয়ে প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের কোনো আপত্তি নেই। খবর এএফপির।
গতকাল বুধবার (১৯শে মার্চ) রাতে রটারডামে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে ইয়ামাল প্রসঙ্গে বলেন, ‘এটা আমাদের কাছে পুরোপুরি স্বাভাবিক ব্যাপার। সে তার ক্লাবে (বার্সেলোনা) যে নীতিমালা ও নিয়মকানুন অনুসরণ করছে, এখানে তা-ই করবে। চিকিৎসা দল ও পুষ্টিবিদ তাকে খাওয়াদাওয়া সম্পর্কে নির্দেশিকা দিয়েছে।’
কোচ দে লা ফুয়েন্তে আরও বলেছেন, সব ধর্মের প্রতিই তাদের শ্রদ্ধা রয়েছে, ‘সব বিশ্বাসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। সে খেলার জন্য একদম সেরা অবস্থায় আছে। যদিও আমি আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। কিন্তু আপনাকে সব সময়ের মতো এগিয়ে যেতে হবে।’
উদীয়মান তারকা ইয়ামালের জন্ম স্পেনে হলেও তার বাবা মুনির নাসরাউয়ি একজন মরক্কোন মুসলিম। ইয়ামাল তার পৈতৃক পরিবারের সম্মানে মুসলিমদের পবিত্র মাস রমজানে রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে ক'দিন আগে জানায় স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।
আরএইচ/
খবরটি শেয়ার করুন