বুধবার, ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিডিপি বেড়েছে দেড় লাখ কোটি *** ইইউর পরিকল্পনা আমেরিকার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের *** ১৩৫টি কলেজে নতুন অধ্যক্ষ *** ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে ঠাণ্ডা মাথার বিশেষজ্ঞ প্রয়োজন: মাহফুজ আনাম *** এ বছর ব্যাপকভাবে বাংলা নববর্ষ উদ্‌যাপন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** হাসিনাকে ফেরত আনতে মোদির সঙ্গে চূড়ান্ত কোনো আলাপ হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা *** ট্রাম্পের শুল্কের ধাক্কায় বাংলাদেশের ব্যাংক খাতে কেমন প্রভাব পড়বে, যা বলছে মুডিস *** রাষ্ট্র ধর্মনিরপেক্ষ থাকুক, মূলনীতিতে সমাজতন্ত্র রাখার পক্ষে নন মান্না *** ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস ছিল মার্চ *** গর্ভাবস্থায় ডায়াবেটিসে সন্তান অটিস্টিক হওয়ার ঝুঁকি থাকে: গবেষণা

ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী বেজোস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে আর বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি নন ইলন মাস্ক। সোমবার (৪ঠা মার্চ) টেসলা ইনকর্পোরেটেডের শেয়ার ৭.২ শতাংশ পতনের পর জেফ বেজোসের কাছে শীর্ষ ধনীর স্থান হারান মাস্ক। বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ১৯৭.৭ বিলিয়ন ডলার, আর বেজোসের সম্পদের পরিমাণ ২০০.৩ বিলিয়ন ডলার। 

সোমবার (৪ঠা মার্চ) এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স।

২০২১ সালের পর এই প্রথম বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন অ্যামাজন ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা ৬০ বছর বয়সী বেজোস। 

বেজোস ১৯৬৪ সালের ১২ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। প্রায় ৩০ বছর আগে অ্যামাজন প্রতিষ্ঠান করেন জেফ বেজোস। সাধারণ অনলাইন বই বিক্রির প্রতিষ্ঠান হিসেবে গ্যারেজে যাত্রা শুরু করা অ্যামাজন এখন ই-কমার্স জায়ান্ট। 

আরো পড়ুন : মৃত ঘোষণার ৫০ মিনিট পর বেঁচে উঠলেন রোগী!

জানা গেছে, অ্যামাজনের শেয়ার ২০২২ সালের শেষের দিক থেকে দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং রেকর্ড উচ্চতায় রয়েছে। অন্যদিকে, টেসলা তার সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ৫০ শতাংশ নিচে নেমে গেছে।

প্রাথমিক তথ্যে দেখা গেছে, টেসলার শেয়ারের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। আর, করোনাভাইরাস মহামারির শুরুর দিক থেকে অ্যামাজন অনলাইনে পণ্য বিক্রিতে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। ফলে মাস্ককে টপকে খুব সহজেই শীর্ষ ধনীর স্থান দখল করেছেন বেজোস। 

এছাড়া, বিশ্বের সবচেয়ে শীর্ষ ধনীদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন ফ্রান্সের বিলাসবহুল সৌখিন পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট, তার সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার। মোট ১৭৯ বিলিয়নের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর দেড়শ বিলিয়ন সম্পদ নিয়ে এ তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছেন বিল গেটস।

এস/ আই. কে. জে/

ইলন মাস্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন