সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দোন্নারুম্মা সিটিতে, ইউনাইটেডে ল্যামেন্স, এদেরসন ফেনারবাচেতে *** ‘মবকারীরা’ ৩০০ আসনে ভাগ হয়ে যাবে, সুবিধা করতে পারবে না : আমেরিকান দূতকে সিইসি *** জাতীয় পার্টিকে নিষিদ্ধের প্রশ্নে বিএনপির দ্বিমত কেন? *** প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের *** চার দিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু *** আজই তাহলে সিরিজ বাংলাদেশের, খেলা দেখবেন কোথায় *** ১৬০০ বছর আগেও ছিল বৃদ্ধাশ্রম, সন্ধান পেলেন প্রত্নতাত্ত্বিকেরা *** আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে: সেনাপ্রধান *** বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না আমেরিকা: ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত *** হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস ছিল মার্চ

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত মার্চে বৈশ্বিক তাপমাত্রা আগের যেকোনো সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি ছিল। ওই মাসে বিজ্ঞানীদের আশঙ্কার চেয়ে বেশি সময় ধরে বিশ্বজুড়ে প্রচণ্ড তাপমাত্রা ছিল। ইউরোপের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা আজ মঙ্গলবার (৮ই এপ্রিল) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

ইউরোপের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, মার্চ ছিল ইউরোপে এযাবৎকালের সবচেয়ে উষ্ণতম মাস। ওই সময় বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ইউরোপজুড়ে ব্যাপক বৃষ্টি হয়েছে। আবার তাপমাত্রাও খুব দ্রুত উত্তপ্ত হতে দেখা গেছে।

এদিকে কোপার্নিকাসের তথ্যমতে, ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস ছিল মার্চ। ২০২৩ সালের পর থেকে তাপমাত্রা প্রায় ধারাবাহিকভাবে একের পর এক রেকর্ড ভাঙছে। তখন থেকে কার্যত প্রতি মাসে শিল্পবিপ্লবের আগের তুলনায় কমপক্ষে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (২ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা বেড়েছে।

শিল্পবিপ্লবের পরে মানবজাতি প্রচুর পরিমাণে কয়লা, তেল ও গ্যাস পোড়ানো শুরু করে। এ বিষয়টি বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে। মার্চের তাপমাত্রা প্রাক্‌–শিল্প যুগের চেয়ে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (২ দশমিক ৯ ডিগ্রি ফারেনহাইট) বেশি ছিল। 

কোপার্নিকাস আরও জানিয়েছে, ইউরোপে মার্চের তাপমাত্রা ২০১৪ সালের রেকর্ড তাপমাত্রার চেয়ে দশমিক ২৬ ডিগ্রি সেলসিয়াস (দশমিক ৪৭ ডিগ্রি ফারেনহাইট) বেশি ছিল।

কোপার্নিকাস জলবায়ু পর্যবেক্ষণকারী ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম–রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের সামান্থা বার্গেস বলেন, মার্চে ইউরোপের কিছু অংশে প্রায় অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে শুষ্ক আবহাওয়া রেকর্ড করা হয়েছে। 

বিজ্ঞানীরা বলছেন, বর্তমান সময় সম্ভবত গত ১ লাখ ২৫ হাজার বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে উষ্ণ সময়।

আরএইচ/

বৈশ্বিক তাপমাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন