ছবি: সংগৃহীত
জনপ্রিয় হলিউড সিনেমা ‘দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাডা’। ২০০৬ সালে মুক্তি পাওয়া তারকাবহুল সিনেমাটির এবার সিকুয়েল আসছে। যেখানে প্রথম ছবির অভিনয়শিল্পীদের সঙ্গে নতুন করে যোগ দিতে যাচ্ছেন ‘ব্রিজটার্ন’খ্যাত অভিনেত্রী সিমোন অ্যাশলে। ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, ছবিতে আরও অভিনয় করছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট, স্ট্যানলি টুচি ও কেনেথ ব্রানাঘের মতো তারকারা।
প্রায় দুই দশক আগে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। বিশ্বব্যাপী মোট ৩২৬ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল এটি। পাশাপাশি অস্কার আসরে দুটি মনোনয়নও পেয়েছিল। এর দ্বিতীয় কিস্তিতেও পরিচালনায় থাকছেন প্রথম ছবির নির্মাতা ডেভিড ফ্রাঙ্কেল এবং চিত্রনাট্যকার অ্যালাইন ব্রশ ম্যাককেনা। সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, দ্বিতীয় কিস্তিতে ‘মিরান্ডা প্রিস্টলি’ চরিত্রে মেরিল স্ট্রিপ এবং ‘এমিলি চার্লটন’ চরিত্রে এমিলি ব্লান্টকে দেখা যাবে। ছবির কাহিনিতে দু’জনকে বিজ্ঞাপন ব্যবসা দখলের লড়াইয়ে মুখোমুখি হতে দেখা যাবে। সিমোন অ্যাশলে এর আগে ‘ব্রিজার্টন’-এ কেট শর্মা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন। এ ছাড়াও ‘দ্য লিটল মারমেইড’ ও ‘সেক্স এডুকেশন’-এর মতো দর্শকপ্রিয় সিরিজেও অভিনয় করেছেন তিনি।
জে.এস/
খবরটি শেয়ার করুন