বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

মানুষ থেকে কুকুর হয়েছিলেন, এখন সেটাই ব্যবসা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

এর আগেও তিনি ভাইরাল হয়েছিলেন। সেবার তিনি মানুষ থেকে কুকুর হয়েছিলেন।  সেটা ছিল বছর দুয়েক আগের গল্প। সম্প্রতি তিনি আবারও ভাইরাল হয়েছেন। তবে এবার ভাইরাল হওয়ার পেছনেও কুকুর যোগ আছে। এর আগে যে মানুষ থেকে কুকুর হয়েছিলেন এখন সেটাই তার ব্যবসা। 

মানুষ থেকে কুকুর হয়ে উঠার জন্য তিনি লাখ লাখ টাকা খরচ করে কুকুরের মতো পোশাক বানিয়েছিলেন। সেই পোশাক এবং তার আচরণ নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। কিন্তু এখন তিনি বুঝতে পারছেন, মানুষ থেকে কুকুর হয়ে ওঠা সম্ভব নয়।

বছর দুয়েক আগে সারাজীবনের কুকুর হওয়ার সাধ পূরণ হয়েছিল তার। কিন্তু মানুষ হয়ে জন্মে কুকুর হয়ে বাঁচা—সহজ কাজ নয়। তবু প্রায় ১১ লাখ  টাকা খরচ করে কুকুরের মতো পোশাক বানিয়েছিলেন তিনি। সেটা পরে পুরো দস্তুর কুকুরের মতো জীবনযাপন শুরু করেছিলেন। ওঠা-বসা, হাঁটাচলা, এমনকী খাবার খাওয়ার ধরনও কুকুরের মতো ছিল। 

এই তিনি হচ্ছেন জাপানের বাসিন্দা টোকোর। ২০২২ সালে টোকোর মানুষ থেকে কুকুর হয়ে ওঠার ঘটনা আলোড়ন ফেলে নেট দুনিয়ায়। সেই তিনি আবারও চর্চায়। কিন্তু এবার  অন্য কারণে । তার বহু দিনের শখ পূরণ হলেও (মানুষ থেকে কুকুর) এবার অন্যদের শখ পূরণের ব্যবসায় নেমেছেন টোকো। অর্থাৎ কেউ যদি মানুষ থেকে কুকুর-বিড়াল হতে চান, তাদের সাহায্য করবেন তিনি।

টোকো নিজে কুকুরের কস্টিউম পরে জীবন কাটাতেন। কিন্তু পরিবার, বন্ধুবান্ধব তা ভালো চোখে দেখেনি। তাছাড়া, তিনি নিজেও বুঝতে পেরেছিলেন, কুকুর হওয়া অত সহজ কাজ নয়। কিন্তু ১১ লাখ টাকা বিফলে যাবে নাকি? তাই এখন নিজের জন্য বানানো কস্টিউম-ডিজাইনের কুকুরের পোশাক অন্যকে ভাড়া দিচ্ছেন। এর জন্য তার অফিশিয়াল ওয়েবসাইটও রয়েছে।

টোকোর ওয়েবসাইটে লেখা আছে, যদি আপনি পশু হতে চান, তা হলে আপনাকে সাময়িকভাবে সাহায্য করা হবে। এই সার্ভিসে আপনি পেয়ে যাবেন ওই কস্টিউম-মেড কুকুরের পোশাক। এই পোশাক নেওয়ার জন্য আপনাকে ৩০ দিন আগে বুকিংও করতে হবে। অবাক করা বিষয় হচ্ছে, এই পোশাকের এত চাহিদা যে, গোটা ফেব্রুয়ারি জুড়ে সেটি বুক রয়েছে।

কেসি/কেবি


কুকুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250