মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

ফোন চার্জে দিলেই গরম হয়? দ্রুত যা করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকের স্মার্টফোন অল্প সময় ব্যবহার করার পরই দেখা যায় গরম হয়ে যাচ্ছে। এটি বিভিন্ন কারণে হতে পারে। তবে অনেক সময় দেখা যায় ফোন চার্জে বসালেই গরম হয়ে যাচ্ছে। চার্জ করার সময় ফোনের সামান্য গরম হওয়া স্বাভাবিক, তবে ফোনটি যদি খুব বেশি গরম হয়ে যায় তবে এটি একটি বড় সমস্যার লক্ষণও হতে পারে। বিশেষ করে যদি এটি বার বার ঘটতে থাকে।

চার্জার থেকে শুরু করে অতিরিক্ত চার্জ হওয়া ফোন বা বন্ধ ও গরম ঘরে ফোন চার্জ করা যে কোনো কারণে এই সমস্যা দেখা দিতে পারে। এতে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে এবং ফোনের কর্মক্ষমতা ও ব্যাটারি লাইফকেও প্রভাবিত করে। জেনে নেওয়া যাক কীভাবে এই সমস্যা দূর করতে পারবেন-

ফোন চার্জ করার সময় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। অনেকেই ফোন চার্জে দিয়ে গেম খেলেন কিংবা মুভি দেখেন, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করেন। যা একেবারেই ঠিক না।

যখনই কোনো মুভি দেখা হয় বা কোনো গেম খেলা হয় বা কোনো বড় এমবি বা সাইজের অ্যাপ ব্যবহার করা হয় তখন ফোনের ক্রমাগত সিপিইউ এবং জিপিইউ থেকে প্রচুর প্রসেসিং পাওয়ার প্রয়োজন হয়।

আরো পড়ুন : কীভাবে বুঝবেন আপনার ফোনে কেউ আড়ি পাতছে কিনা

এই পরিস্থিতিতে ফোনে চার্জ দিলে, ডিভাইসটি ক্ষমতার বাইরে যেতে শুরু করে এবং সম্ভাব্য থার্মাল ওভারলোডের মতো সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে মাল্টিটাস্কিংয়ের পরিবর্তে, ফোনের ব্যাটারি কম হলেই চার্জ হতে দেওয়া উচিত।

ব্যাটারি চার্জ করার জন্য একটি থার্ড পার্টির চার্জার ব্যবহার করলে ফোনের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। যে চার্জারগুলো মূল প্রস্তুতকারকের চার্জিংয়ের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেই চার্জারে সঠিকভাবে চার্জ হয় না।

এমন পরিস্থিতিতে ফোন অতিরিক্ত গরম হতে শুরু করে। তাই নকল বা বাজারচলতি চার্জার না কিনে অফিসিয়াল বা ব্র্যান্ডেড থার্ড পার্টির চার্জার ব্যবহার করা উচিত। এছাড়া ব্যাটারির স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে।

ফোনেরও অভ্যন্তরীণ বাতাসের প্রয়োজন। চার্জ করার সময় ডিভাইসে পর্যাপ্ত স্থান বা বায়ুচলাচলের অভাব থাকলে, অভ্যন্তরীণ উপাদানগুলোর দ্বারা উৎপন্ন তাপ বের হতে পারে না, তাই ফোনের চারপাশে বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে তা নিশ্চিত করা উচিত। অর্থাৎ যখন আপনার স্মার্টফোনটিকে চার্জে দিচ্ছেন তখন ফোনের কভারটি খুলে রাখুন।

সূত্র: মেক ইউজ অব

এস/ আই.কে.জে/

স্মার্টফোন ব্যাটারি সোশ্যাল মিডিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন