শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তেলাপোকার উপদ্রব থেকে বাঁচার উপায়, জানা আছে কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিরক্তিকর এক পোকার নাম আরশোলা বা তেলাপোকা। অপরিষ্কার পরিবেশে তেলাপোকা জন্মে। তবে অনেকসময় ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরও আরশোলার উপদ্রব দেখা দেয়। চক বা পাউডার ব্যবহারেও এই সমস্যার সমাধান হতে চায় না। 

রান্নাঘরে থাকা কিছু উপাদান দিয়ে তেলাপোকা দমন করা সম্ভব। চলুন জেনে নিই বিস্তারিত- 

নিম

আরশোলা তাড়াতে নিমও বেশ উপকারি ভূমিকা রাখে। বাড়ির যেসব স্থানে তেলাপোকার উপদ্রব বেশি সেখানে নিম পাউডার বা নিম তেল ছিটিয়ে দিন। নিমের গন্ধ একদম সহ্য করতে পারে না তেলাপোকা। 

লবঙ্গ 

এই মসলাও ব্যবহার করতে পারেন তেলাপোকা তাড়াতে। লবঙ্গ গুঁড়া করে যেসব জায়গায় তেলাপোকা আছে সেখানে ছড়িয়ে নিন। লবঙ্গের গন্ধ এই পোকা সহ্য করতে পারে না। তাই পালিয়ে যায়। 

আরো পড়ুন : টয়লেটের চেয়েও জীবাণু বেশি থাকে যেসব জিনিসে

তেজপাতা 

কেবল রান্নার স্বাদ বাড়াতে নয়, তেলাপোকা তাড়াতেও দারুণ কাজ করে তেজপাতা। কয়েকটি তেজপাতা নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন। দু’তিন চামচ তেজপাতা পাউডার গরম পানিতে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে বাড়ির কোণগুলোতে ছিটিয়ে দিন। কয়েকদিন ব্যবহারে দূর হবে তেলাপোকা। 

বেকিং সোডা 

বিরক্তিকর তেলাপোকা থেকে মুক্তি পেতে বেকিং সোডাও ব্যবহার করা যায়। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে এক চা চামচ গুঁড়ো করা চিনি মিশিয়ে নিতে হবে। আরশোলার উপদ্রব কমাতে সাহায্য করবে এই মিশ্রণ।

এস/ আই. কে. জে/ 


টিপস তেলাপোকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন