বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে *** শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই *** বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান *** ইরানের সরকার স্বীকার করল নিহত ২০০০—বেসরকারি সূত্রমতে ১২০০০ *** প্রবাসীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল *** শিক্ষার্থীদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা *** দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামে পরিচ্ছন্নতাকর্মীদের আর্থিক সহায়তা দিচ্ছে ইউনিলিভার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের ২ হাজার ১০০ জন পরিচ্ছন্নতাকর্মীর আর্থিক অস্থিতিশীলতা কমাতে এবং তাদের জীবিকার উন্নতির জন্য প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)।

বুধবার (১৪ই আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতির কারণে এ সকল পরিচ্ছন্নতাকর্মী তাদের দায়িত্ব পালন করতে না পারায় অপ্রত্যাশিত আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের তাৎক্ষণিক সহায়তা করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নে, ইউবিএল তাদের উন্নয়ন সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশান (ইপসা) এর মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা বাড়িয়ে দিয়েছে বলে জানানো হয়েছে। এ সংগঠন চট্টগ্রামে ইউনিলিভারের উদ্যোগটি বাস্তবায়ন করছে।

আরো পড়ুন : সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার

২০২২ সাল থেকে ইউবিএল দেশের বৃহত্তম পৌরসভাভিত্তিক প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিচালনা করছে। বর্তমানে, ইউনিলিভারের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ উদ্যোগের সঙ্গে জড়িত রয়েছেন ২ হাজার ১০০ পরিচ্ছন্নতাকর্মী এবং তাদের জীবিকার প্রবৃদ্ধি চট্টগ্রামের এ প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ অংশ। এ জন্য সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটি গত ১লা আগস্ট থেকে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা প্রদান করা শুরু করে। বাড়তি সহায়তা ছাড়াও, এই কঠিন সময়ে তাদের আয় টিকিয়ে রাখতে প্রকল্পটির মাধ্যমে সীমিত আকারে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।

বাংলাদেশে ছয় দশকেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে ইউবিএল। প্রতিষ্ঠানটির ব্যবসার বিভিন্ন দিক, যেমন- নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, উৎপাদনশীলতা এবং গুণমানের ক্ষেত্রে, ইউবিএল একটি ব্যতিক্রমী মানদণ্ড স্থাপন করেছে। বাংলাদেশের জন্য একটি ক্ষমতায়ন এবং পরিবেশগতভাবে দায়িত্বশীল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কার্যকর সহায়তা উদ্যোগ চালিয়ে যাবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এস/কেবি

পরিচ্ছন্নতাকর্মী ইউনিলিভার বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250